রাজু আনসারী, অরঙ্গাবাদ, আপনজন: একশো শতাংশ মুসলিম অধ্যুষিত গ্রাম। পাঁচ হাজার বাসিন্দার বসবাস গ্রামের মধ্যেই রয়েছে সুবিশাল ঈদগাহ। সেই ঈদগাহের পাশেই এক্কেবারে দেওয়াল ঘেঁষা অবস্থায় রয়েছে ছোট্ট একটি কালী মন্দির। মুসলিম এলাকায় অবস্থিত এই কালী মন্দিরের সম্প্রীতির দেওয়াল ঘেঁষে দুশো বছর ধরে হচ্ছে কালী পুজো। প্রতি বছরের মতো এবারও সেখানে পুজো অনুষ্ঠিত হচ্ছে। মুসলিম অধ্যুষিত এলাকার পরিবেশেও যেন দীপাবলির উৎসবে সম্প্রতির আবহে ভাসছে মুর্শিদাবাদের সুতি-২ ব্লকের অরঙ্গাবাদ-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মহেন্দ্রপুর গ্রাম। পুজো উপলক্ষে গ্রামে একদিনের জন্য বসে সুবিশাল মেলা। সম্প্রীতির এই উৎসব তথা মেলাতে শামিল হন হিন্দু মুসলিম সব ধর্মের প্রতিনিধিরা। এলাকার একমাত্র ঈদগাহের পাশেই কালীর মন্দির যেন গোটা বাংলাকে সম্প্রদায়িক সম্প্রতির সুরেই বেঁধে দিয়েছে সুতির অরঙ্গাবাদ এলাকার মহেন্দ্রপুর গ্রাম। জানা গেছে, মুর্শিদাবাদের অন্যতম বিড়ি শ্রমিক রাজমিস্ত্রি অধ্যুষিত গ্রাম সুতের মহেন্দ্রপুর। শিক্ষাদীক্ষায়ও পিছিয়ে রয়েছে এই গ্রাম। মোট পাঁচ হাজার বাসিন্দার বাস গ্রামটি সম্পূর্ণ মুসলিম অধ্যুষিত। দীর্ঘদিন ধরে এখানে বসবাস করেন মুসলিমরা। পাশের গ্রাম কয়ডাঙ্গা, হাপানিয়া, জগতাই, বাজিতপুর, অরঙ্গাবাদ বাজারের হিন্দু ধর্মের মানুষরা বসবাস করলেও মুসলিম অধ্যুষিত গ্রামে থাকা মন্দিরেই প্রতিবছরে কালী পুজো উদযাপন করেন তারা।
এলাকার সবথেকে বড় ঈদগাহ তথা মহেন্দ্রপুর ঈদগাহ ময়দানের পাশেই দেওয়াল ঘেঁষা অবস্থায় সুদীর্ঘ কাল থেকেই রয়েছে একটি কালী মন্দির। এলাকায় কোনো হিন্দুর বসবাস না হলেও এই মন্দির এখনও বিদ্যমান। প্রতি বছর কালী পূজার সময় আসলেই এখানে ঘটা করে পূজো পালিত হয়। এলাকার সবথেকে বড় কালীপুজোর মেলাও আবার এখানেই হয়। ঈদগাহের দেওয়াল ঘেঁষেই একদিনের জন্য চলে এই মেলা। মেলায় হিন্দু মুসলিম সকলেই উৎসবের মেজাজে অংশগ্রহণ করেন। হয় বলিও। ঠিক প্রতিবছরের মত এবছরও এখানে কালী পুজো এবং মেলা অনুষ্ঠিত হচ্ছে। প্যান্ডেল তৈরি থেকে পুজো মণ্ডপ তৈরি সবকিছুই শেষ লগ্নে। রবিবার রাতেই এই পুজো ও উৎসব অনুষ্ঠিত হচ্ছে। সারারাত ধরে ধুমধামের সহিত চলে এই উৎসব। একশো শতাংশ মুসলিম এলাকায় কালীপুজো উৎসব নিয়ে এলাকার বাসিন্দা মইদুল ইসলাম অরফে (ন্যাশনাল) তিনি জানান, দেশের বর্তমান এই অসহিষ্ণুতার পরিবেশে যেভাবে মুসলিম এলাকায় কালীর পূজা হচ্ছে তা বাংলার জন্য এক সম্প্রতির অন্যান্য দৃষ্টান্ত। আমাদের এখানে ঈদগাহের পাশেই দীর্ঘদিন থেকে সম্প্রতির সহিত কালীপূজা হয়ে থাকে। এই এলাকায় যে যার ধর্ম স্বাধীন ভাবে পালন করার পাশাপাশি একে অপরের উৎসবে সামিল হয়ে আনন্দ বিনিময় করে থাকেন সকলে। অন্যদিকে এলাকার বাসিন্দা শেখর দাস, তরুণ দাসরা জানান, মহেন্দ্রপুরে এই মুসলিম এলাকায় আমরা মিলেমিশে সম্প্রতির আবহে দীর্ঘদিন ধরে পুজো করে থাকি। আমাদের পুজোতে মুসলিম ভাইয়েরাও সামিল হয়ে বিভিন্ন ভাবে সহযোগিতা করে থাকেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct