হেদায়েতুল্লাহ খান, কোলড়া, আপনজন: হাওড়া জেলার উত্তর কোলড়া সিদ্দিকীয়া সিনিয়ার মাদ্রাসায় অনুষ্ঠিত হল ৫৮তম দস্তরবন্দী জলসা ও মাদ্রাসার ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন সকাল থেকে মাদ্রাসার সিনিয়ার বিভাগ ও হিফজ বিভাগের ছাত্রছাত্রীদের নিয়ে ক্বেরাত ও গজল এবং দুয়া মাসনুন প্রতিযোগিতা চলে। বিকাল থেকে শুরু হয় ছাত্রছাত্রীদের মুকালামা তথা ইসলামি সংস্কৃতি প্রচারমূলক নাটক। সন্ধার পর শুরু হয় ২০২৩ সালে মাদ্রাসার আলিম পরিক্ষায় ১৮জন কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন ও প্রতিযোগিতার পুরস্কার বিতরন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ও সভাপতি ফুরফুরা শরীফের পীরজ্বাদা আবু তাহের সিদ্দিকীর মাধ্যমে মাদ্রাসার ৩ জন হিফজ সম্পন্ন ছাত্র দক্ষিণ ২৪ পরগনার সুফিয়ান জমাদার, মোজাফফার সর্দার, ও সামিদুল মিস্ত্রিকে দাস্তারবন্দী তথা পাগড়ি ও সনদ প্রদান করে সম্মানিত করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট আব্দুল হামিদ খান, সহকারী প্রধান আব্দুল হাই গায়েন, হিফজ শিক্ষক আব্দুল হাফিজ, হাফেজ সেখ সুজাউদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার সম্পাদক আলাউদ্দিন লস্কর, সহকারী সম্পাদক হাজি আখতার সভাপতি হাজি সাইমুদ্দিন লস্কর ও সহকারী সভাপতি শাহাবুদ্দিন মল্লিক।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct