স্মৃতিচারণ
শীলা সোম
মা কোথায় হারিয়ে গেলেন তারাদের ভীড়ে,
চারদিকে তাঁরই স্মৃতি, রয়েছে আজও ঘিরে।
মনে পড়ে ছেলে বেলা, ঘুমপাড়ানির সে গান
যাদু মাখানো সুর আজো আকুল করে প্রাণ।
শুনেছি যে গল্প কত, কত রকম ছড়া,
শুনে শুনেই তৈরি হতো বই এর যত পড়া।
রান্নার হাত মায়ের ছিল, বড়োই চমৎকার,
এমন সুস্বাদু রান্না বলো কোথা পাবো আর?
জ্বর হলে দেখেছি মাকে ঢালতে মাথায় জল,
তার সাথে পাখার বাতাস, দিয়ে তাঁর বল।
মা বসে ঠায় শিয়রে, কাটিয়ে বিনিদ্র রজনী,
কাতর এখন বিছানায়, কোথা মোর জননী।
কোথাও গেলে অস্থির মনে, শুধু যে ঘরবার,
বাড়ি ফিরে না আসা’বধি শান্তি ছিল না তাঁর।
দেরী হলে আজ আর কেউ ভাবে না এসব ,
মা’র সাথে হারিয়ে গেছে, ভাবনার কলরব।
মায়ের ব্যবহার্য্য জিনিস সব আছে ঠিক,
চলছে যে আগের মতন ঘড়িতে টিক টিক।
সবকিছু শূন্য করে মোদের মা গেলেন চলে,
আমরা একা বিষাদগ্রস্ত, ভাসি নয়ন জলে।
দেখতে আর পাইনা মাকে, মা যে কোথাও নেই,
মা বুঝি বা দূর আকাশে, দেখছে আমাদেরকেই।
স্নেহের পরশ দিয়ে মাথে, বলেন আছি আমি,
সত্যিকারের মানুষ হয়ে, ওঠো হয়ে দামী।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct