আপনজন ডেস্ক: ভারতের জাতীয় দলে ব্রাত্য হয়ে পড়া চেতেশ্বর পূজারা এখন কাউন্টি ক্রিকেটে ব্যস্ত। কাউন্টি দল সাসেক্সের অধিনায়ক তিনি। দলের অধিনায়ক হওয়ার খেসারত হিসেবে তাকে এবার এক ম্যাচের নিষেধাজ্ঞা পেতে হয়েছে। যদিও পূজারা নিজে কোনো অপরাধ করেননি।
অধিনায়ক হিসেবে দলের দুই ক্রিকেটারের অভদ্র আচরণের দায় নিতে হয়েছে তাকেও।
লেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষ ব্যাটারকে আউট করে তাকে মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার ইঙ্গিত করেছিলেন সাসেক্সের টম হেইন্স। এর আগেও একটি ম্যাচে হেইন্স একই আচরণ করায় তাকে সতর্ক করা হয়েছিল। এ ছাড়া লেস্টারের বিপক্ষে ম্যাচে আরেক দোষী ক্রিকেটার জ্যাক কারসন প্রতিপক্ষ ব্যাটারকে রান নিতে বাধা দিয়েছিলেন।
ম্যাচ জয়ের পরও সাসেক্সের ক্রিকেটাররা প্রতিপক্ষের সঙ্গে ঝামেলায় জড়ান।
আম্পায়ারদের অভিযোগের ভিত্তিতে কাউন্টি ক্রিকেট অ্যাসোসিয়েশন সাসেক্সের বিরুদ্ধে ব্যবস্থ গ্রহণ করেছে। দলের ১২ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। এতে কাউন্টি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ডিভিশনে তিন নম্বর থেকে পাঁচে নেমে গেল সাসেক্স।
এ ছাড়া দলের অধিনায়ক হওয়ায় পূজারাকে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। ডার্বিশায়ারের বিপক্ষে ম্যাচটিতে পূজারা খেলতে পারবেন না। সেটাই ছিল এবারের কাউন্টিতে তার শেষ ম্যাচ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct