সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: রাস্তা সারাই করছে গ্রামবাসীরা, ধানের চারা লাগিয়ে প্রতীকী প্রতিবাদ, বেহাল রাস্তায় নরক যন্ত্রণা গ্রামবাসীদের, রাস্তা তৈরীর আশ্বাস প্রশাসনের। দীর্ঘদিন ধরে একমাত্র যাতায়াতের রাস্তা বেহাল হয়ে পড়েছে যাতায়াতের ক্ষেত্রে চরম সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষদের । বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন গ্রামবাসীরা তারপরেও হুশ ফেরেনি প্রশাসনের এবং তারই প্রতিবাদে পাত্রসায়ের ব্লকের মূষরো গ্রামে গ্রামবাসীরা একজোট হয়ে রাস্তা সাড়াই এর কাজে হাত লাগালেন পাশাপাশি রাস্তার ওপর ধানের চারা পুঁতে প্রতীকী বিক্ষোভ দেখালেন । গ্রামবাসীদের দাবি , পাত্রসায়ের ব্লকের ডান্না থেকে ফকিরডাঙ্গা পর্যন্ত প্রায় চার কিলোমিটার রাস্তা থানাখন্দে ভরে গিয়েছে এক প্রকার মরণ ফাঁদে পরিণত হয়েছে এই রাস্তা । যাতায়াতের ক্ষেত্রে প্রতিমুহূর্তে বাড়ছে দুর্ঘটনার পরিমাণ । প্রতিদিন কয়েক হাজার সাধারণ মানুষকে প্রতিনিয়ত এই রাস্তায় যাতায়াত করতে হয় । মুষরো, ডান্না , ফকিরডাঙ্গা সহ সাত থেকে আটটি গ্রামের মানুষদের বিষ্ণুপুর হাসপাতাল বাঁকুড়া সদর হাসপাতাল পাত্রসায়ের ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যেতে হলে এই রাস্তায় একমাত্র ভরসা গ্রামের মানুষদের । অভিযোগ সিপিআইএম সরকার থাকাকালীন এই রাস্তার সংস্কার হয়েছিল বর্তমানে ১০ থেকে ১২ বছর কোনরকম সংস্কার হয়নি এই রাস্তা, স্বাভাবিকভাবেই চরম দুর্ভোগে পড়েছে এলাকার মানুষজন। তাদের দাবি সরকার অবিলম্বে তাদের এই ভগ্ন প্রায় চলার জন্য রাস্তা কংক্রিটের করুক। পাত্রসায় ব্লকের জয়েন্ট ভিডিও অরুণ মান্নাকে ফোন করা হলে তিনি জানান , ওই রাস্তাটার প্রপোজাল ইতিমধ্যেই জেলায় পাঠানো হয়েছে, সেখান থেকে রাজ্যে পাঠানো হয়েছে, কাজটি অনুমোদন হলেই এলাকার সমস্যার সমাধান হবে মানুষ সূরাহা পাবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct