শামিম মোল্যা, বসিরহাট, আপনজন: উত্তর ২৪ পরগনা জেলার হাসনাবাদ ব্লকের ভেবিয়া গ্রাম পঞ্চায়েতে তৃতীয়বারের জন্য প্রধান নিযুক্ত হলেন অলিউল মন্ডল। সাংবাদিকদের দেওয়া এক বার্তায় রবিবার নির্বাচিত প্রধান বলেন “ আগামী পাঁচ বছর পঞ্চায়েত হবে সাধারণ মানুষের গ্রাম পঞ্চায়েত। সংশ্লিষ্ট বিষয়ে ভেবিয়া অঞ্চলের প্রধান অলিউল মন্ডল বলেন, ‘মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখে আমি অনুপ্রাণিত হয়ে আমি রাজনীতি করি, তিনিই আমার আদর্শ। মা মাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন প্রতিটা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে অভাব অভিযোগের কথা শোনেন, ঠিক তেমনি আমি চাই মানুষের সঙ্গে মিলে মিশে সাধারণ মানুষের গ্রাম পঞ্চায়েত গড়ে তুলতে। তাই আমি তৃতীয় বারের জন্য প্রধান নির্বাচিত হয়ে পরিকল্পনা নিয়েছি” আমার ভেবিয়া অঞ্চলের অধীনস্থ মোট সাতাশটি বুথের মধ্যে যদি কোনরকম সমস্যা হয়ে থাকে তবে আমাকে সরাসরি ফোন করলে আমি নিজে সেখানে পৌঁছে যত দ্রুত সম্ভব সমস্যার সমাধান করব। আমি চাই পঞ্চায়েত হোক সাধারণ মানুষের পঞ্চায়েত, যেমনটা ঠিক চান অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচিত প্রধানের এই ঘোষণায় এলাকাবাসী সহ বিশিষ্ট জনেরা সাধুবাদ জানিয়েছেন। অলিউল মন্ডল ছাত্র রাজনীতি থেকেই ডানপন্থীতে বিশ্বাসী ছিলেন। কিন্তু ২০১৩ সালে জীবনের প্রথম বামপন্থীর টিকিটে পঞ্চায়েত ভোটে জয়ী হন। তবে কারণ হিসেবে অলিউল মন্ডল বলেন, “আমি চেয়েছিলাম তৃণমূল কংগ্রেস থেকে ভোটে দাঁড়াতে কিন্তু আমাকে টিকিট দেয়া হয়নি। তাই আমি বামপন্থী থেকে ভোটে দাঁড়িয়ে ছিলাম” কিন্তু ২০১৬ সালে তৃণমূল কংগ্রেসে ফিরে আসি। তারপর দল আমাকে নির্বাচিত করে পঞ্চায়েত প্রধান হিসেবে। তারপর থেকে ২০১৮ এবং ২০২৩ সালে দ্বিতীয় এবং তৃতীয়বার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রধান নির্বাচিত হয়েছি। ধন্যবাদ জানাবো তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্বকে যারা আমার প্রতি ভরসা ও বিশ্বাস রেখেছেন ! আমি চাইবো সাধারণ মানুষের পঞ্চায়েত গড়ে তুলতে”। পঞ্চায়েত প্রধানের কর্মপরিকল্পনা সম্বন্ধে জানতে চাওয়া হলে বলেন, আমার পঞ্চায়েতে কিছু রাস্তা এখনো সংস্কার হয়নি, চেষ্টা করছি দ্রুতই সে সমস্যাগুলোর সমাধান করার। এছাড়া এখন ভেবিয়া অঞ্চলের বড় চ্যালেঞ্জ জল নিকাশির ব্যবস্থা। সেটি দ্রুতই সমাধানের চেষ্টা করছি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct