আপনজন ডেস্ক: ফরাসি রাষ্ট্রদূতকে দেশ ছাড়ার জন্য ৪৮ ঘণ্টা সময় দিয়েছেন নাইজার। নাইজারের পররাষ্ট্রমন্ত্রী বাকেরি সাঙ্গারি জানিয়েছেন, ফরাসি রাষ্ট্রদূত সিলভাইন ইত্তে নাইজারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার আমন্ত্রণে সাড়া দেননি। এ ছাড়া দ্বিপাক্ষিক সম্পর্কের দ্রুত অবনতি ঘটতে থাকায় অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলকারি জান্তা নেতারা এই ঘোষণা দেন। শুক্রবার ঘোষণাটি দেন জান্তা বাহিনীর নিয়োগ দেওয়া নাইজারের পররাষ্ট্রমন্ত্রী।
এই বিষয়ে প্রাক্তন ঔপনিবেশিক শক্তি ফ্রান্স বলেছে, ‘এই ধরনের বহিষ্কার আদেশের অধিকার, অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা নেওয়া কোনো নেতার নেই।’ প্যারিস নাইজার সেনাদের অভ্যুত্থানের বিরোধিতা করে বলেছে, ক্ষমতাচ্যুত রাষ্ট্রপতি মোহাম্মদ বাজুমকে অবশ্যই অফিসে ফিরিয়ে দিতে হবে। ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘পুটশিস্টদের (অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা নেওয়া) এই অনুরোধ করার ক্ষমতা নেই, রাষ্ট্রদূতের অনুমোদন শুধুমাত্র বৈধ নির্বাচিত কর্তৃপক্ষের কাছ থেকে আসে।’
নাইজারে অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া নেতা জেনারেল আবদোরাহমানে চিয়ানি গত সপ্তাহে, পশ্চিম আফ্রিকার দেশটিকে তিন বছরের মধ্যে বেসামরিক শাসনে ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। রাজধানী নিয়ামেতে পশ্চিম আফ্রিকার আঞ্চলিক গোষ্ঠী ইকোওয়াসের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকের পর তিনি এ ঘোষণা দিয়েছিলেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct