সারিউল ইসলাম, মুর্শিদাবাদ, আপনজন: রাজ্যে পঞ্চায়েত নির্বাচন সদ্য শেষ হয়েছে। পঞ্চায়েতগুলোতে বোর্ড গঠন করা হয়ে গিয়েছে। পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান নির্বাচন করা হয়েছে এক সপ্তাহ আগে। মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা ১ ব্লকের মহিষাস্থলী গ্রাম পঞ্চায়েতে দেখা গেল অন্য চিত্র। সেখানকার পঞ্চায়েত প্রধান সাব্বির আহাম্মেদ প্রধানের চেয়ারে বসার আগেই শুরু করলেন বিভিন্ন কাজ। গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন তিনি। পাশাপাশি রাস্তাঘাট, নিকাশিনালা, স্কুল সহ একাধিক বিষয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। প্রধান নির্বাচন হওয়ার পর থেকে তিনি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় যাচ্ছেন এবং সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করে কি কি দাবী দাওয়া রয়েছে এবং কি কি কাজ বাকি রয়েছে সে বিষয়ে তথ্য সংগ্রহ করে রাখছেন।সাব্বির আহাম্মেদ বলেন, ‘আগামী ২৪ তারিখ আমি প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করব এবং চেয়ারে বসবো। তারপরে যাতে দ্রুততার সঙ্গে কাজগুলো শুরু করতে পারি তাই কি কি কাজ বাকি রয়েছে সেগুলো বিভিন্ন জায়গায় গিয়ে খতিয়ে দেখছি এবং তথ্য সংগ্রহ করে রাখছি।’ প্রধান নির্বাচিত হওয়ার পর চেয়ারে বসার আগেই বা দায়িত্বভার গ্রহণ করার আগেই বিভিন্ন এলাকায় গিয়ে মানুষের সমস্যার কথা শুনতে দেখা গেল নবনির্বাচিত তৃণমূল পরিচালিত মহিশাস্থলী গ্রাম পঞ্চায়েতের প্রধান সাব্বির আহমেদকে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct