সজিবুল ইসলাম, মুর্শিদাবাদ, আপনজন: প্রায় ৩০ বছরের বেশি সময় ধরে ভারত বাংলাদেশ সীমান্ত লাগুয়া মুর্শিদাবাদ জেলার জলঙ্গী ব্লকের ঘোষপাড়া অঞ্চলের উদয় নগর চর কলোনি হিন্দু কলোনি মুসলিম কলোনি গ্রামের কয়েক হাজার মানুষের বসবাস থাকলেও সীমান্তের গ্রামে সরকারি কোনো পরিষেবা সঠিক ভাবে পৌঁছায়নি বললেই চলে,যেমন নেই কোনো রাস্তা ঘাট,নেই ভালো স্কুল,নেই হাসপাতাল।সব কিছু মানিয়ে নিলেও যেটার প্রতিনিয়ত প্রয়োজন সেটা হলো যোগাযোগের জন্য রাস্তা কিন্তু সেই রাস্তাই নেই চরের গ্রামে,আর বর্ষার সময় হাঁটু ডোবা জলে চলা ফেরা করতে হয় গ্রামে বসবাস কারীদের।কিন্তু সেই রাস্তার দাবি বিভিন্ন সরকারি দপ্তর সহ জনপ্রতিনিধিদের একাধিক বার করা হলেও দাবি পূরণ করেনি কেও না বিধায়ক না সাংসদ না পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি।ভোট আসলেই ভোট চাইতে হাজির হয়ে যায় সকল রাজনৈতিক দলের নেতা কর্মীরা। ভোটের মুখে রাস্তা করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও ভোট মিটে গেলে আর দেখা যায় না কাওকে।এমনি ঘটনার কথা জানালেন চরের সাধারণ মানুষ।তাই শেষ মেষ নিজেদের উদ্যোগে মাটি ফেলে গ্রামের রাস্তা তৈরি করছেন গ্রামবাসীরা।স্থানীয় মেম্বার আজাদুল সেখ ব্যক্তিগত ভাবে গ্রামবাসীদের কাজে সহযোগিতা করছেন রাস্তা তৈরির জন্য,এবং নিজে কোদাল দিয়ে রাস্তার মাটি সোমান করছে গ্রামবাসীদের সঙ্গে । ঘটনায় ঘোষপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান ফিরোজ আলী বলেন আমরা চরের রাস্তা করার চেষ্টা করছি আশাকরি খুব তারাতারি পাকা রাস্তা হয়ে যাবেন।যদিও আমাদের দলের মেম্বার আজাদুল সেখ তিনি গ্রামবাসীদের নিয়ে রাস্তায় মাটি ফেলে চলাফেরা করার উপযোগী করা হচ্ছে,খুব ভালো কাজ করছেন আমাদের দলের মেম্বার।মেম্বারের এহনও কাজে খুশি এলাকার সাধারণ মানুষ,গ্রামবাসীরা আরো বলেন সরকারি ভাবে কোনো সাহায্য না পেলেও আমাদের চরের গ্রামের পঞ্চায়েত মেম্বার আমাদের কে সর্বদা সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। আদতেও কি চরের বসবাস কারীদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার সমাধান হবে সেটাই প্রশ্ন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct