মোহাম্মদ সানাউল্লা, লোহাপুর, আপনজন: টান টান উত্তেজনার মধ্যে নলহাটি ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হলেন বরুন ভট্টাচার্য। এখানে মোট আসন ১৮ টি। তার মধ্যে দশটি তৃণমূলের আটটি আসন বিরোধীদের পক্ষে। কিন্তু পঞ্চায়েত সমিতির সভাপতি কে হবেন তা নিয়ে এলাকায় ছিল চাপা উত্তেজনা। কিন্তু শেষ পর্যন্ত দলের পাঠানো নাম বরুন ভট্টাচার্যকে সমর্থন করলেন দশ জন তৃণমূল প্রার্থী। একই সঙ্গে বিরোধীদের যে চাল তাকে বানচাল করে দিলেন সভাপতির অন্যতম দাবীদার তথা দলের একনিষ্ঠ কর্মী চন্দ্রানি দত্ত। এদিন সমিতির বোর্ড গঠনের সময় বরুণ ভট্টাচার্যের নাম প্রস্তাব করেন মেহেবুব রহমান বুলবুল। সেই প্রস্তাবিত নামকে সমর্থন করেন গৌতম। কিন্তু আচমকা বিরোধীদের বিজয়ী প্রার্থী দেবাশীষ মার্জিত তিনি তৃণমূলের ভাঙ্গন ধরানোর জন্য চন্দ্রানী দত্তকে সভাপতির জন্য নাম সমর্থন করেন। সঙ্গে সঙ্গে বিরোধীদের এই চাল বুঝতে পেরে চন্দ্রানী তা প্রত্যাখ্যান করেন। কারণ ইতি মধ্যেই বিরোধীরা যে একটি পরিকল্পনা করেছিল। তৃণমূলের মধ্য থেকে যে প্রস্তাবিত প্রার্থী হবে তার নামটি দেওয়া এবং একটি প্রার্থী ভাঙিয়ে নিতে পারলে তারা তৃণমূলের ফাটলটিকে আরো পরিষ্কার করে নিতে পারবেন। একই সঙ্গে এই জেলাতে প্রথম তৃণমূলহীন একটি পঞ্চায়েত সমিতি গঠনের দিকে তারা এগিয়ে যাবে। কিন্তু চন্দ্রিনী দত্ত তার দলের কথা ভেবে,রাজনীতির বুদ্ধির কথা
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct