এম মেহেদী সানি, বনগাঁ, আপনজন: নির্দল ছেড়ে তৃণমূলে যোগদান করলেন উত্তর ২৪ পরগনার স্বরূপনগর বিধানসভার চারঘাট গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত পঞ্চায়েত সদস্য মিজানুর খান ৷ মঙ্গলবার তিনি নির্দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন । এদিন বনগাঁ সংগঠিত জেলা তৃণমূল কার্যালয়ে তৃণমূল জেলা সভাপতি বিশ্বজিৎ দাসের হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করেন তিনি ৷ উপস্থিত ছিলেন তৃণমূল নেতা শ্যামল রায়, শংকর দত্ত, নারায়ণ কর প্রমুখ । তৃণমূলে যোগদান করে নবনির্বাচিত নির্দল গ্রাম পঞ্চায়েত সদস্য মিরাজ খান বলেন, ‘গ্রামের সার্বিক উন্নয়নের স্বার্থে আজকের তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম ।’জানা গিয়েছে পঞ্চায়েত নির্বাচনে ২৪টি আসন বিশিষ্ট চারঘাট গ্রাম পঞ্চায়েতে তৃণমূল ১১ টি আসন পেয়েছিল, বিজেপি পেয়েছিল ৬, নির্দল পেয়েছিল ৩ টি, সিপিএম এর দখলে যায় ৩ টি এবং কংগ্রেস ১ টি আসনে জয়ী হয় । তিনজন নির্দল পঞ্চায়েত সদস্যের মধ্যে একজন আজ তৃণমূলে যোগ দেওয়ায় ওই পঞ্চায়েতে তৃণমূলের পঞ্চ সদস্য সংখ্যা বেড়ে হলো ১২ ফলে চারঘাট পঞ্চায়েতে তৃণমূলের বোর্ড গঠনের সম্ভাবনা বাড়ল । চারঘাট গ্রাম পঞ্চায়েতের পাতোয়া গ্রামের নির্দল এর পঞ্চায়েত সদস্য এর তৃণমূল কংগ্রেসে যোগদান প্রসঙ্গে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, ‘মানুষ আসতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মানুষের কাছে পৌঁছে দেবার জন্য, বোর্ড গঠনের আগে স্বচ্ছ ভাব মূর্তি দেখে আমরা আরও কয়েকজনকে নিয়ে নেব ।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct