নিজস্ব প্রতিবেদক, মিনাখাঁ, আপনজন: উত্তর ২৪ পরগনা জেলার মিনাখাঁয় সিপিএম পার্টি অফিস ঘেরাও করে রেখেছে তৃণমূল কংগ্রেস। নমিনেশন দিতে বাধা দেওয়া হচ্ছে। অভিযোগ সিপিএমের। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। আগ্নেয়াস্ত্র ,বাঁশ ,লাঠি নিয়ে সিপিএমের মনোনয়নপত্রে বাধা দেওয়ার অভিযোগের তীর একদল দুষ্কৃতীদের বিরুদ্ধে । এই সমস্ত অভিযোগ অস্বীকার তৃণমূলের।পুলিশ সূত্রে খবর, উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার মিনাখাঁ ব্লকের বামন পুকুরে সিপিএমের পার্টি অফিস ঘেরাও করে রেখেছে তৃণমূল কংগ্রেস। এমনটাই অভিযোগ আনেন সিপিএমের রাজ্য কমিটির সদস্য সায়নদীপ মিত্র। তার দাবি আমাদের প্রার্থীরা যখন মিনাখাঁ বিডিও অফিসে নমিনেশন দিতে যায় সেই সময় বাধা দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তাদেরকে আগ্নেয়াস্ত্র, বাঁশ,লাঠি নিয়ে ভয় দেখিয়ে নমিনেশন জমা দিতে বাধা দেয়। তারপর সিপিএম পার্টি অফিসে আসলে সিপিএমের দুষ্কৃতীরা তাদেরকে ঘেরাও করে রেখে দেয়।ঘটনাস্থলে যায় মিনাখাঁ থানার পুলিশ। যাতে সিপিএমের মনোনীত প্রার্থীরা নমিনেশন জমা দিতে পারে তার সবরকম ব্যবস্থা করার জন্য প্রশাসন উদ্যোগ নেয়। এদিকে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয় সিপিএম অযথা মিথ্যা আশ্রয় নিচ্ছে। সিপিএমের পক্ষ থেকে অভিযোগ করা হয় তৃণমূলের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হওয়ায় তাদের সিপিএম মহিলা নেত্রী সোমা দাসের মাথা ফেটে যায়। সিপিএম নেতা রানা দাসের হাত ভেঙে যায়। সিপিএম দাবি ছ’ঘন্টা ধরে ঘেরাও করে রেখে দেওয়া হয় সিপিএম কর্মীদের।পুলিশ এই সব অভিযোগের তদন্ত করে দেখছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct