আপনজন ডেস্ক: মিয়ানমারে সামরিক বাহিনীর সমর্থক সংগীতশিল্পী লিলি নাইং কিয়াও গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। বুধবার ইয়াঙ্গুনে বাড়ির কাছে গুলিবিদ্ধ হওয়ার পর হাসপাতালে মৃত্যু হয় শিল্পী লিলি নাইং কিয়াওয়ের। খবর: বিবিসি’র। সংগীতশিল্পী নিহতের ঘটনায় সামরিক শাসক গোষ্ঠীর সমর্থকদের মাঝে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। বিশেষ করে যেসব তারকা জান্তাপন্থী অবস্থান নিয়ে কাজ করছেন তাদের মাঝে ভীতির সঞ্চার করেছে এ ঘটনা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct