নিজস্ব প্রতিবেদক, বাদুড়িয়া, আপনজন: উত্তর ২৪ পরগণা জেলার বাদুড়িয়ার কাটিয়াহাট আল হেরা অ্যাকাডেমিতে সাড়ম্বরে পালিত হল বিশ্ব পরিবেশ দিবস ৷ সোমবার ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে মিশন ক্যাম্পাস থেকে কাটিয়াহাট বাজার চৌমাথা পর্যন্ত পাঁচ শতাধিক আল হেরা অ্যাকাডেমির শিক্ষার্থীরা সচেতনতামূলক প্লাকার্ড হাতে নিয়ে পদযাত্রায় পা মেলান । ওই পদযাত্রায় মিশন, মাদ্রাসা ও নার্সারী বিভাগের ছাত্র ছাত্রী অভিভাবক অভিভাবিকা এবং পথচলতি মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ৷ সচেতনতামূলক পদযাত্রা শেষে এদিন মিশন প্রাঙ্গণ থেকে শতাধিক অভিভাবকদের হাতে বিভিন্ন ফলের চারা গাছ তুলে দেন মিশনের কর্মকর্তারা, পাশাপাশি মিশন চত্বরে শতাধিক চারা গাছ রোপন করা হয় ৷এ দিন উপস্থিত ছিলেন আল হেরা অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা ও সম্পাদক হাজি আকবর আলি, মিশনের ডিরেক্টর ও সিরাতের রাজ্য সম্পাদক আবু সিদ্দিক খান, সদস্য হাফেজ আবু বকর সরদার (সউদ), প্রধান শিক্ষক মোজাফফর রহমান, নার্সারীর বিভাগীয় প্রধান ইউনুস গাজী, মাদ্রাসার প্রধান হাফেজ নিজাম উদ্দিন প্রমুখ ৷
এ দিন কর্মসূচি শেষে মিশনের প্রতিষ্ঠাতা ও সম্পাদক হাজি আকবর আলি সাহেব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, ‘আল-হেরা অ্যাকাডেমির সমস্ত শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করতে আমরা প্রতিবছর বিশ্ব পরিবেশ দিবস পালন করে থাকি, আমরা সকলকেই গাছ লাগানোর তাগিদ দিয়ে থাকি ৷ আমরা সচেতন হলে পরিবেশকে দূষণমুক্ত রাখা সম্ভব, আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে, গাছ শুধু মানুষকে উপকার করে না পশু পক্ষীদের উপকার করে ৷’ বিশ্ব পরিবেশ দিবসে সকলের উদ্দেশ্যে গাছ না কাটার বার্তা দেন হাজি আকবর আলি ৷ দূষণ নিয়ন্ত্রণে বেশি বেশি করে গাছ লাগানোর বার্তা দিয়ে মিশনের ডিরেক্টর ও সিরাতের রাজ্য সম্পাদক আবু সিদ্দিক খান বলেন ‘দূষণ নিয়ন্ত্রণে বেশি বেশি করে গাছ লাগাতে হবে তবেই পরিবেশ দূষণমুক্ত হবে ।’ বর্তমান দাবদাহ পরিস্থিতিতে পরিবেশ সচেতনতা কতটা গুরুত্বপূর্ণ তা তুলে ধরেন আবু সিদ্দিক খান পাশাপাশি কাটিয়াহাট আল হেরা মিশন ও আল হেরা জামিয়াতুল ইসলামিয়া ও কিন্ডার গার্টেন স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় অভিনব উদ্যোগে পরিবেশ দিবস পালনকে সাধুবাদ জানান তিনি৷ এদিন মিশন, মাদ্রাসা এবং নার্সারি বিভাগের ছাত্র-ছাত্রী অভিভাবক অভিভাবকদের পাশাপাশি উপস্থিত ছিলেন রায়হান সরদার, আশিক হোসেন, সাহেব সরদার, সরোয়ার মোল্লা, মহসিন মোল্লা, সমাজসেবী সুরজিৎ মন্ডল, তরিকুল ইসলাম প্রমুখ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct