আপনজন ডেস্ক: পূর্ব ইউক্রেনের দনিপ্রোতে একটি চিকিৎসা কেন্দ্রের ওপর রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে দু’জন নিহত এবং আরো অন্তত ২৩ জন আহত হয়েছে। শুক্রবার ব্রিটিশ গণমাধ্য বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই আক্রমণের কথা নিশ্চিত করে বলেছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখন হাসপাতালটি থেকে লোকজনকে উদ্ধার করা এবং আক্রান্ত স্থানটি পরিষ্কার করার জন্য কাজ করছেন। আহতদের মধ্যে দুটি শিশুও রয়েছে এবং মোট ২১ জন আহত লোককে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। এর আগে আঞ্চলিক গভর্নর সেরহি লিসাক বলেন, রকেট এবং ড্রোন ব্যবহার করে শহরটিতে আক্রমণ চালানো হয়েছে। এছাড়া রাজধানী কিয়েভেও হামলা হয়েছে। ধ্বংসপ্রাপ্ত ড্রোনের টুকরো পড়ে বাড়িঘর, শপিং সেন্টার ও কিছু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া শুক্রবার ক্রিমিয়ার পূর্বদিকে রাশিয়ার ভেতরে ক্রাসনোডারে এক বিস্ফোরণে কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়। আঞ্চলিক গভর্নর বলেছেন, দুটি ইউক্রেনীয় ড্রোন হামলায় এ বিস্ফোরণ ঘটেছে। রাশিয়ার বেলগোরদ অঞ্চলেও গতরাতে অন্তত ১৩০টি হামলা হয় বলে সেখানকার গভর্নর জানিয়েছেন। এতে একজন নারী আহত হয়েছেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct