বাঁশ
আব্দুল মুকিত মুখতার
এমন একটি বস্তু যার নামটা হলো বাঁশ
অনেক কাজে লাগে তার দামি তন্তু আঁশ।
বাংলাদেশের গ্রামে গঞ্জে বাঁশের অভাব নাই
বাঁশের উপর ভর করে সবাই খোঁজে ঠাঁই।
নেতা খোঁজে নেত্রী খোঁজে খোঁজে জনগণ
যে যারে বাঁশ দিয়ে ছাড়ে কুড়ি গ-া ডজন।
এখন আবার চায়নিজ বাঁশ বাজার করেছে দখল
আমেরিকার বাঁশ চলে না ইদানিং তা অচল।
চীনা বাঁশ খোঁজতে এবার ফরাসী জার্মান ব্যস্ত
রাশিয়ার হাতে বাঁশের তেল মালিশ করতে ন্যস্ত।
বাঁশের ঠেলায় পৃথিবী আজ দুই ভাগে যে বিভক্ত
ফাঁটা বাঁশের চিপায় ইয়করাইন দিচ্ছে শুধু রক্ত।
যুদ্ধবাজের যুদ্ধ খেলায় দুনিয়াটা বিনাশ
আধুনিক যুগে এর নাম দিলাম আমি বাঁশ।
চীনা বাঁশের বড়ো ডিমান্ড ইঙ্গ-মার্কিন বোঝে
উত্তর কোরিয়া চিপায় জাপান নতুন পথ খোঁজে।
ঘুমন্ত সাপকে জাগিয়ে তারা, ডেকেছিল বিপদ
এবার কিন্তু চায়নিজ বাঁশ, করা যাবে না রদ।
হিরোশিমায় নিউক্লিয়ার ফেটেছিল যখন
শত বছর পরেও তাতে চলছে রেডিয়েশন।
তাই বলিরে সাবধান হও তথ্য কর না ফাঁস
সবচে বেশি ভয় লাগে মার্কিন এটোমিক বাঁশ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct