নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: বর্তমান অভূতপূর্ব যুদ্ধ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে ভারত রাষ্ট্রের নাগরিকরা। সরকারের তরফে একাধিকবার ঐক্য বজায় রাখার আবেদন জানানো হচ্ছে। কিন্তু এর মধ্যেও বাঙালি মুসলমানদের উপর অত্যাচার কমছে না। এরকমই একটি অত্যাচারের ঘটনা চোখে এসেছে খোদ কলকাতার রাজাবাজার-শিয়ালদহ এলাকায়।
গত দুইদিন ধরে ফুটপাথের উপর দীর্ঘ তিন-চার বছর ধরে বসবাস করা আরজিনা বিবি, শাহজাদী বিবি, রহিম সেখরা উদ্বাস্তু হবার মুখে দাঁড়িয়ে আছে। তারা পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের দারস্থ হয়েছেন। তাদের বক্তব্য কিছু অবাঙালি অসাধু লোকজন স্থানীয় পুলিশের সহায়তায় তাদের উপর জুলুম করছে। তাদের বাসস্থান ছেড়ে চলে যেতে বলা হচ্ছে। তিনটি পরিবারের ঘরবাড়িও ভেঙে দেওয়া হয়েছে। তাদের বাচ্চারা অনতিদূরের মিত্র ইন্সটিটিশনে পড়াশোনা করে। এখন তাদের ঠিকানা খোলা আকাশের নীচে। ভূমিপুত্র উন্নয়ন মোর্চা অফ ইন্ডিয়া (BHUMI)-র তরফে শীর্ষ নেতৃত্ব পরিষদ সদস্য ইমরাজ সেখ বলছেন, “খোদ কলকাতার বুকে বাঙালি মুসলমানদের উপর এরকম জুলুম মেনে নেওয়া যায় না। প্রায় ২৫ টি পরিবারের মানুষরা উচ্ছেদের মুখে দাঁড়িয়ে আছে। রাজ্য সরকারের কাছে আমাদের আর্জি মানবিক পদক্ষেপ করুন। মানুষগুলোর পাশে দাঁড়ান।”
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct