আপনজন ডেস্ক: কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, শহরে এখনও পর্যন্ত কোনও শিশু অ্যাডিনোভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায়নি। এ নিয়ে এবার কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল। এই জনস্বার্থ মামলাটি দায়ের করেছে জাতীয়তাবাদী আইনজীবী কাউন্সিল। তাতে দাবি করা হয়েছে, অ্যাডিনোভাইরাস নিয়ে স্বাস্থ্য দফতরকে হেল্পলাইন চালু করতে হবে। পাশাপাশি এ নিয়ে গাইডলাইন এবং নির্দেশিকা স্বাস্থ্য দফতরকে ঠিক করতে হবে বলে আর্জি জানানো হয়েছে। এছাড়াও হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে ভেন্টিলেশনের ব্যবস্থা করার আর্জি জানানো হয়েছে। এই মামলায় স্বাস্থ্য দফতরকে পার্টি করা হয়েছে। আগামী সপ্তাহে মামলার সম্ভাবনা রয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct