বসন্তের বার্তা
জৈদুল সেখ
রাতদিন সাতদিন নিরন্তর
চিন্তিত মনে একটা চিন্তা ছিলই
বেকারত্বের আমরণ অনশন
নিদ্রাহীন প্রেমের পত্রে চেত চিত্রণ
বাগিচাহীন টব! ঝরে পড়ে কুঁড়ি!
অশ্রুঝরা বেদনা কেউ বুঝেনা।
আলতো বাতাস, উতলাই শ্বাস
হটাৎ দেখি কোকনদের গন্ধ
ছড়িয়েছে আকাশে বাতাসে ...
সে কী স্বাদ সে কী তৃপ্তি !
যে জানে সেই মানে
বসন্ত এসেগেছে এই গগনে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct