আজিম শেখ, নলহাটি, আপনজন: ট্রাকের চাকায় পিষে দিল চার বছরের এক শিশু ছেলেকে। শোকস্তব্ধ পরিবারবর্গ। ব্যাপক উত্তেজনা এলাকায়। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে। নলহাটি থানার অন্তর্গত নলহাটি থেকে পাথর শিল্পাঞ্চলের পাহাড়ের যাওয়ার রাস্তায় ১২ নম্বর ওয়ার্ডে।মৃত শিশুটির নাম দিলসেদ শেখ, বয়স ৪বছর। পিতার নাম দেলবর শেখ। নলহাটি পৌরসভা র অন্তর্গত ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এলাকাবাসীদের মুখ থেকে জানা যায় তার দাদির সঙ্গে বাচ্চাটি রাস্তা পারাপার করার সময় একটি পাথর বোঝাই করা গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় ওই শিশু বাচ্চাটির। এই ঘটনার প্রতিবাদে সরব হন স্থানীয় বাসিন্দারা। কিছু সময়ের জন্য বন্ধ করে দেয় গাড়ি আসা যাওয়ার রাস্তা অবরোধ করেন। ঘটনাস্থলে উপস্থিত হয় নলহাটি থানার ওসি মনোজ সিং। তারপর রাস্তা অবরোধ তুলে নেন এলাকাবাসীরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct