সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: ফাঁকা ও.এম.আর শিট জমা দিয়ে স্কুলে গ্রুপ ডি পদে নিয়োগ প্রাপকদের নামের তালিকা আদালতের নির্দেশে প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। আর ওই তালিকায় ১১ নম্বরে নাম রয়েছে বাঁকুড়ার এক তৃণমূল নেতার দাদা উত্তম চ্যাটার্জীর। তিনি বাঁকুড়া শহরের হিন্দু হাই স্কুলে গ্রুপ ডি পদে কর্মরত ছিলেন। আর তাঁকে বরখাস্তের দাবিতে এবার ঐ স্কুলের সামনে বিক্ষোভ কর্মসূচি বাম যুব সংগঠন ডি.ওয়াই.এফ.আই-র। বুধবার শহরের হিন্দু স্কুলের সামনে ওই বিক্ষোভ কর্মসূচির নেতৃত্বে ছিলেন ডি.ওয়াই.এফ.আই এর বাঁকুড়া জেলা সম্পাদক প্রদীপ পণ্ডা। প্রসঙ্গত, প্রকাশিত ঐ তালিকায় ১১ নম্বরে দাদা উত্তম কুমার চ্যাটার্জীয নামের পাশাপাশি ১২ নম্বরে নাম রয়েছে ভাই আদেশ কুমার চ্যাটার্জীর। বাঁকুড়া-১ ব্লকের পাতালখুরি গ্রামের বাসিন্দা ওই ‘ভাই’ তৃণমূলের স্থানীয় বুথ সভাপতি ও বিকনা ক্ষীরোদ প্রসাদ স্মৃতি বিদ্যাপিঠের গ্রুপ ডি পদে কর্মরত।ডি.ওয়াই.এফ.আই এর বাঁকুড়া জেলা সম্পাদক প্রদীপ পণ্ডা বলেন, আমাদের জেলায় একশো জন ‘ভুয়ো’ অশিক্ষক কর্মীর খোঁজ মিলেছে। এদের মধ্যে একজন হিন্দু স্কুলের উত্তম কুমার চ্যাটার্জী। বিগত দিনে আমরা যে দাবি করেছিলাম বর্তমানে তা সত্য প্রমাণিত। এবিষয়ে হিন্দু হাই স্কুলের প্রধান শিক্ষক বলেন, উনি আজও স্কুলে এসেছিলেন, জেলা বিদ্যালয় পরিদর্শক যে অর্ডার কপি পাঠিয়েছিলেন তা ওঁকে দেওয়া হয়েছে। ডি.ওয়াই.এফ.আইএর বিক্ষোভ কর্মসূচী প্রসঙ্গে বলেন, ওনারা বিক্ষোভ করতেই পারেন। যা হওয়ার স্কুলের গেটের বাইরে হচ্ছে বলে তিনি জানান।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct