‘বই’ মানুষের এমন এক বন্ধু যা সমস্ত ভালো ও মন্দ মুহূর্ত গুলিকে অভিযোজন করবার ক্ষমতা তৈরি করে মানুষের মধ্যে। মানুষকে ইতিবাচক পরিবর্তনের দিকে অনেকটাই এগিয়ে নিয়ে যেতে পারে চারিদিকে ছড়িয়ে থাকা নানান বিষয়ভিত্তিক বই সমূহ। আর শুধুমাত্র বইকে কেন্দ্র করে বিভিন্ন বয়সের জ্ঞান পিপাসু মানুষ যখন একটি প্রাঙ্গণ তলে মিলিত হয় তখন তাকে ‘বইমেলা’ নামে অভিহিত করা হয়ে থাকে। পাঠক পাঠিকা, বিভিন্ন প্রকাশনী সংস্থার সাময়িক মিলনের কেন্দ্রস্থল হল এই বইমেলা। এ নিয়ে লিখেছেন সজল মজুমদার।
আমাদের হৃদয়ের অন্তরতম বন্ধু বই। মানুষের মধ্যে নতুন নতুন চিন্তা চেতনার বিকাশ, মানুষের মনে জমে থাকা গ্লানি, ক্লে দার্ত ও বিষাদময় সময় পুরোপুরিভাবে বিসর্জন দিয়ে মনকে তরতাজা রাখতে ‘বই’ একটি অদ্বিতীয় সম্পদ বলা যেতেই পারে। ‘বই’ মানুষের এমন এক বন্ধু যা সমস্ত ভালো ও মন্দ মুহূর্ত গুলিকে অভিযোজন করবার ক্ষমতা তৈরি করে মানুষের মধ্যে। মানুষকে ইতিবাচক পরিবর্তনের দিকে অনেকটাই এগিয়ে নিয়ে যেতে পারে চারিদিকে ছড়িয়ে থাকা নানান বিষয়ভিত্তিক বই সমূহ। আর শুধুমাত্র বইকে কেন্দ্র করে বিভিন্ন বয়সের জ্ঞান পিপাসু মানুষ যখন একটি প্রাঙ্গণ তলে মিলিত হয় তখন তাকে “ বইমেলা” নামে অভিহিত করা হয়ে থাকে। এক কথায় বিভিন্ন বয়সী পাঠক পাঠিকা, বিভিন্ন প্রকাশনী সংস্থা, স্থানীয় বই বিক্রেতাদের সাময়িক মিলনের কেন্দ্রস্থল হল এই বইমেলা।রাজ্য তথা প্রতিটি জেলার বইমেলার আলাদা গুরুত্ব ও প্রাসঙ্গিকতা রয়েছে। গতানুগতিক বিভিন্ন ধরনের মেলা থেকে বইমেলার বিস্তর ফারাক রয়েছে। বইমেলাগুলোর একটি সুমহান মহিমা ও তাৎপর্য রয়েছে। বইমেলা মানে প্রিয় জন ও বন্ধুবান্ধবদের সাথে ঘোরা ও আলাপচারিতার পাশাপাশি অচেনা বইয়ের সন্ধান, কিছু অপ্রত্যাশিত বই হঠাৎ কোনো স্টলে পেয়ে যাওয়া, নতুন নতুন কিছু বইয়ের মোড়ক উম্মোচনের সম্মুখীন হওয়া, লেখক পাঠকদের মধ্যে সরাসরি ভাব বিনিময়, লিটিল ম্যাগাজিন স্টলে ভিড় করে জেলার ক্ষুদ্র পত্র পত্রিকাগুলোর স্বাদ আস্বাদন করা, বিভিন্ন পত্রিকার সম্পাদকদের সাথে ভাব বিনিময়,বিভিন্ন প্রকাশনী সংস্থার প্রতিনিধির সাথে বিভিন্ন বই সম্পর্কে খোঁজ খবর নেওয়া , প্রভৃতি বহুবিধ উদ্দেশ্য একসাথে সাধিত হতে পারে বইমেলায়। তদুপরি উপরি পাওনা সাংস্কৃতিক মঞ্চে বিভিন্ন শিল্পী সমন্বিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।রয়েছে কবি সাহিত্যিকদের কবিতা পাঠের আসর। জনস্বাস্থ্য, পরিবেশ, ইতিহাস , ঐতিহ্য ও সংস্কৃতি , মানব সম্পদ উন্নয়ন, কেরিয়ার কাউন্সেলিং তৎসহ আরো নানান বিষয় নিয়ে মূল্যবান বক্তাদের সেমিনার। আর কচি-কাঁচারাই বা পিছিয়ে থাকবে কেন? খুদে পড়ুয়াদের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন বই ছাড়াও নানান ধরনের আর্ট বই, প্রজেক্ট খাতা, ছড়ার বই, রহস্য গল্পের বই, ঠাকুরমার ঝুলি এগুলোর অমোঘ আকর্ষণে তারা নিজে থেকেই যেনো বইমেলায় ছুটে আসতে চায়।তাই বর্তমান সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট, মোবাইলের সময়েও বইমেলার একটা আলাদা প্রাসঙ্গিক গুরুত্ব রয়েছে। তবে এখনকার নবীন ও কিশোর প্রজন্মের অত্যাধুনিক স্মার্ট ছেলেমেয়েদের কাছে বইমেলা তথা বিভিন্ন বই এর গ্রহণযোগ্যতা বা গুরুত্ব কমেছে না বেড়েছে সেটা কিন্তু একটা বিবেচ্য বিষয়। উল্লেখ্য, দক্ষিণ দিনাজপুর জেলায় এবারের বই মেলা শুভ সূচনার অপেক্ষায় বইমেলার থিম স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ। যাই হোক, বিভিন্ন জেলায় বইমেলা উদযাপিত হওয়ার সাথে সাথে কলকাতা আন্তর্জাতিক বইমেলা এবছরও করুণাময়ীতে শুরু হবে জানুয়ারির শেষ সপ্তাহে। তাই আসুন, আড়ম্বরের সঙ্গে বইমেলার আনন্দকে ভাগ করে নেই।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct