আপনজন ডেস্ক: ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসাইন সালামি বলেছেন, বর্তমান বিশ্বে ইরান একঘরে নয় বরং আমেরিকা ও দখলদার ইসরাইল বিশ্বে একঘরে হয়ে পড়েছে। বিশ্বের সবচেয়ে ঘৃণিত দেশের শীর্ষে রয়েছে আমেরিকা ও দখলদার ইসরাইল। ফিলিস্তিনিদের দৃঢ় প্রতিরোধের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ফিলিস্তিনিদের আল আকসা তুফান অভিযানের পর গোটা বিশ্ব একটি অবরুদ্ধ জাতির বিরুদ্ধে ওঠে-পড়ে লেগেছে, কিন্তু গাজা তথা ফিলিস্তিনের সাহসী ও নিপীড়িত জনগণ প্রতিরোধের মাধ্যমে বিশ্বে এক নতুন ইতিহাস রচনা করেছে। তারা আজ বিশ্বের সচেতন মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে।
এর উদাহরণ হিসেবে গাজাবাসীর সমর্থনে ইয়েমেনের জনগণের ঐক্য ও প্রতিরোধের কথা তুলে ধরেন জেনারেল সালামি। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইল যে তার কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি সে কথাও উল্লেখ করেন এই কমান্ডার।
ইরানের এই প্রভাবশালী কমান্ডার বলেন, শত্রুরা ইরানকে একঘরে করতে চেয়েছিল, কিন্তু উল্টো তারাই একঘরে ও ঘৃণিত হয়েছে। ইরান কারো হস্তক্ষেপ ছাড়াই আমদানি-রপ্তানি, ব্যবসা-বাণিজ্য করে যাচ্ছে বলে তিনি জানান।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct