গণতন্ত্রের স্বরূপ উন্মোচনে ব্যর্থ পথিক
এম ওয়াহেদুর রহমান
ধনতন্ত্র , পূঁজিতন্ত্র , কমিউনিজম পরে আশাহত জনগণের মাঝে সমাজতন্ত্র এসেছিল শান্তির প্রতিশ্রুতি নিয়ে । কিন্তু সমাজতন্ত্রের গালভরা প্রতিশ্রুতি ব্যর্থতায় পর্যবসিত হলে বিশ্বমাঝারে আবির্ভূত হয় গণতন্ত্র । বর্তমানে গণতন্ত্রই হল বিশ্ববন্দিত ব্যাবস্থা । অর্থাৎ বর্তমান বিশ্বের অধিকাংশ দেশেই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়েছে । তবে এই গণতান্ত্রিক শাসন প্রতিনিধিমূলক । রাজনৈতিক দল ও ভোটাধিকারের ভিত্তিতে এ শাসন প্রতিষ্ঠিত । প্রতিনিধি নির্বাচনের জন্য ভোটাধিকার ছাড়া সাম্প্রতিক কালের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা অর্থহীন হয়ে পড়বে । গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় স্বায়ত্ত - শাসনের অপরিহার্যতা অনস্বীকার্য । অনেকেই গণতন্ত্রের সূতিকাগার হিসেবে এই স্থানীয় স্বায়ত্ত - শাসনের কথা বলেন । গণতন্ত্র হলো জনগণের শাসন। কারণ ‘ডেমোক্রেসি’ হলো গণতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ । এখানে ‘ ডেমস’ এবং ‘ ক্রেটস’ এই দুটি গ্ৰীক শব্দ থেকে ‘ ডেমোক্রেসি’ শব্দটির উৎপত্তি হয়েছে। ‘ ডেমস’ মানে জনগণ আর ‘ ক্রেটস ‘ মানে শাসন কিংবা কর্তৃত্ব । অর্থাৎ গণতন্ত্র হচ্ছে এমন এক সমাজ ব্যবস্থা যেখানে সকল ব্যাক্তি একই রকম না হলে ও সকলেই সমান । সাম্য গণতন্ত্রের মূল ভিত্তি । বর্তমান প্রতিনিধিমূলক পরোক্ষ গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নির্বাচিত প্রতিনিধিরা শাসনকার্য পরিচালনা করলেও বাস্তবে জনগণই চূড়ান্ত ক্ষমতা তথা কর্তৃত্বের অধিকারী । কিন্তু গণতান্ত্রের প্রয়োজনে রাজনীতির রঙ্গমঞ্চে রাজনৈতিক দলগুলির সার্থক প্রবেশ । বিশ্বের অন্যান্য দেশের মধ্যে ভারত হলো একটি অন্যতম বৃহৎ গণতান্ত্রিক দেশ। কিন্তু এখনো গণতান্ত্রিক আদর্শ ভারতীয় জনজীবনের গভীরতর প্রদেশে সঞ্চারিত হয় নি । শিক্ষিত অথচ গণতান্ত্রিক আদর্শহীন ব্যাক্তি বা গোষ্ঠীরাই রাজনৈতিক রঙ্গমঞ্চের খেলুড়ে । ভারতের বৃহত্তর জনগোষ্ঠী এখনো শিক্ষার আলো থেকে বঞ্চিত, প্রায় ৬০ শতাংশ মানুষের অবস্থান দারিদ্র্য রেখার নিম্নে, বেকার সমস্যার চাপে জনজীবন বিপর্যস্ত । কেবলমাত্র নির্বাচনী ক্ষমতা কিংবা ভোটদানের অধিকারই কি গণতন্ত্র ? আজকে ভারতের দিকে দিকে দেখা যাচ্ছে সমর্থন সংগ্ৰহের প্রয়োজনে উৎকোচ দান, ভীতি প্রদর্শন, রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি, রিগিং,বুথ দখল , ভোটাধিকার অপহরণ, এমনকি ব্যালট বাক্সের কারচুপি , দলাদলির সংঘাতে হত্যা , রক্তপাত ও নানা মারণাস্ত্রের ব্যাবহার। এ সমূহের মধ্যস্থতায় ক্ষমতাসীন হওয়া , কিংবা ভোট আদায় করা কি গণতন্ত্র ? গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ হলো একটি মহৎ রাজনৈতিক আদর্শ। গ্ৰামাঞ্চলে বা স্থানীয় স্তরে ক্ষমতা বিকেন্দ্রীকরণের বহিঃ প্রকাশ ঘটে স্বায়ত্ব শাসন ব্যবস্থার মাধ্যমে। এই কারণে অন্যান্য দেশের মতো ভারতে ও স্থানীয় স্বায়ত্ব শাসন ব্যবস্থা ব্যাপকভাবে স্বীকৃতি পেয়েছে । তবে কিছু কিছু পঞ্চায়েত দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। ব্যাক্তিস্বার্থ সাধন , স্বজন - পোষণ ও অসদুপায় অবলম্বনের অভিযোগ উঠেছে ,যে গুলো গণতান্ত্রিক আদর্শ বিরোধী। নির্বাচন ব্যাবস্থা হলো গণতন্ত্রের প্রধান ভিত্তি । আর ভোটাধিকার ,গণতন্ত্রের প্রাণস্বরুপ । গণতন্ত্রের সাফল্য সুষ্ঠ নির্বাচন ব্যাবস্থার উপর নির্ভরশীল । অবাধ ও সুষ্ঠ নির্বাচন ছাড়া গণতন্ত্র কখনো সফল হতে পারে না। আর এর জন্যে হয়তো সবার আগে প্রয়োজন হয়ে পড়ে সার্বজনীন ভোটাধিকারের মতই সার্বজনীন শিক্ষার । শিক্ষা ছাড়া রাজনৈতিক চেতনা জাগ্রত হতে পারে না এবং রাজনৈতিক সমস্যাদি সম্পর্কে স্পষ্ট ও সঠিক ধারণা গড়ে উঠে না।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct