আপনজন ডেস্ক: শক্তিশালী প্রতিপক্ষ ইসরায়েলে ওপর আঘাত হানতে নতুন অস্ত্র তৈরি করে ফেলল ইরান।তারা তৈরি করেছে নতুন একটা ড্রোন।যার নাম মোহাজের-১০। প্রতিরক্ষা শিল্প দিবস উপলক্ষে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী এটি উন্মোচন করে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং সেনাবাহিনীর জ্যেষ্ঠ কমান্ডারদের পাশাপাশি ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ড্রোনটি দেখতে অনেকটা যুক্তরাষ্ট্রের তৈরি এমকিউ-৯ রিপারের মতো। এটি বিভিন্ন ধরনের বোমা এবং রাডারবিরোধী সরঞ্জাম বহনের পাশপাশি নজরদারিতে দারুণ কাজ করবে।মোহাজের প্রথম সংস্করণটি ১৯৮০-এর দশকে ইরাকের বিরুদ্ধে আট বছরের যুদ্ধের সময় তৈরি করা হয়েছিল। ৩০০ কেজি ওয়ারহেড নিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ২১০ কিলোমিটার গতিতে উড়তে পারে মোহাজের নতুন সংস্করণটি।এতে একসঙ্গে ৪৫০ লিটার জ্বালানি ধরে।ড্রোনটি ৭০০০ মিটার (৪,৩৫০ ফুট) উচ্চতায় ২০০০ কিলোমিটার (১,২৪২ মাইল) পর্যন্ত বিরতিহীন ভ্রমণ করতে পারে। যার অর্থ এটি ইসরায়েলেও পৌঁছাতে পারে। ইরান এবং ইসরায়েলের মধ্যে আকাশপথে দূরত্ব ১,৭২৪ কিলোমিটার (১,০৭১ মাইল)। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি জানান, ইরান সব দেশের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায়। তবে ইরানে আগ্রাসন চালাতে চায় এমন ‘যে কোনও হাত কেটে ফেলতে’দ্বিধা করবো না আমরা।' এর আগে ইরানের বিরুদ্ধে ইউক্রেনে ব্যবহারের জন্য রাশিয়াকে মোহাজেরের আগের সংস্করণসহ বিভিন্ন ড্রোন সরবরাহের অভিযোগ উঠেছিল। তেহরানের দাবি, মস্কোতে ড্রোন সরবরাহ করা হয়েছিল সত্যি, তবে সেটা যুদ্ধের কয়েক মাস আগে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct