বর্ষ শেষ, আমরা নিঃশেষ
হাবিবুর রহমান
আমরাই শেষ প্রজন্ম-
যারা এখনো বিবেককে গলা টিপে মারতে পারিনি।
আমরাই শেষ প্রজন্ম -
যারা এখনো গুরুজনকে শ্রদ্ধা ভক্তি করি।
আমরাই শেষ প্রজন্ম -
যারা বাবামাকে বৃদ্ধাশ্রমে পাঠাই না।
আমরাই শেষ প্রজন্ম -
যারা গুরুজনকে ভক্তি শ্রদ্ধা করি।
আমরাই শেষ প্রজন্ম -
যারা আত্ম সুখের জন্য পরিজনকে ত্যাগ করিনা।
আমরাই শেষ প্রজন্ম -
যারা স্বার্থসিদ্ধির জন্য অন্যকে বলির পাঠা করি না।
আমরাই শেষ প্রজন্ম যারা আপনি আর কোপনিকে নিয়ে মগ্ন থাকি না।
আমরাই শেষ প্রজন্ম-
যারা সবাইকে নিয়ে মানিয়ে চলতে পারি।
আমরা পুরানোরা বর্ষ শেষে নিচ্ছি বিদায়।
নতুন প্রজন্ম, নতুন দিনে -
পৃথিবীকে অভয় দাও,
সুখ শান্তি আনন্দ কর বিনিময়।
তোমাদের আত্মসর্বস্ব চিন্তার আগুনে,
আগামী পৃথিবী যেন পুড়ে ছারখার না হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct