আপনজন ডেস্ক: তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১১ হাজার ছাড়িয়েছে। আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এটি এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে মারাত্মক ভূমিকম্পের ঘটনা।দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান জানিয়েছেন, তুরস্কে অন্তত ৮ হাজার ৫৭৪ জনের মৃত্যু হয়েছে এবং সিরিয়ায় অন্তত ২ হাজার ৫৩০ জন নিহত হয়েছেন। এরদোগান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কিছু এলাকায় ভ্রমণ করেছেন। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) তিনি ১০টি প্রদেশজুড়ে তিন মাসের জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। এদিকে সাহায্য সংস্থাগুলো যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় জরুরি সহায়তা পাঠানোর জটিল লজিস্টিক নিয়ে লড়াই করছে। ৯ হাজার সেনাসহ ১২ হাজারেরও বেশি তুর্কি অনুসন্ধান ও উদ্ধারকর্মী ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ করছে। ৭০টিরও বেশি দেশ উদ্ধারকারী দল ও অন্যান্য সাহায্যের প্রস্তাব দিয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct