সুব্রত রায়, কলকাতা, আপনজন: চার জেলার শাসক বদলি প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, বাংলাকে টার্গেট করে কোনো লাভ হবে না। এতই আত্মবিশ্বাসী হলে পরিবর্তনের কি প্রয়োজন। ইলেকশন কমিশন নিশ্চই দেখবে। তারপরেও বিকশিত ভারত চলছে। বিকশিত হয়নি। তাই এখনো চলছে। কিছু করেনি। তাই মানুষকে বোঝাতে হচ্ছে না। রাষ্ট্রপতি শাসন চালু করার পর্যায়ে চলে এসেছে। কংগ্রেস এর একাউন্ট ফ্রিজ করছে কেনো। কেনো বিরোধীদের টার্গেট। এনআইএর ফ্রিজ নয় কেনো ? বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন থেকে পাল্টা প্রশ্ন চন্দ্রিমা ভট্টাচার্যর।শিখ সম্প্রদায়ের মানুষকে আগেই তো ওরা অপমান করেছিল।ভোটার কার্ড পৌঁছায়নি।দেখার প্রয়োজন। সাংবাদিক সম্মেলনে চন্দ্রিমা ভট্টাচার্য জানান আমরা জানাব ইসিআইকে। ১০ শতাংশের কাছে এপিক কার্ড পৌঁছায়নি। স্বরূপের বাড়িতে আই টি তল্লাশি প্রসঙ্গে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, বাংলায় টার্গেট অপোজিশন। সুপ্রিম কোর্টের নজরদারিতে। বিজেপিতে গেলেই মাফ।মৌসম নূর অভিমানী প্রসঙ্গ তুলে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন,আমাদের খুব ভালো নেত্রী উনি। রাজ্য সভার নেত্রী। কাজ করবে মালদহের দুই প্রার্থীর জন্য লড়াই করবে। দিনহাটা সংঘর্ষ ও এসডিপিওর মাথা ফেটে যাওয়ার ঘটনায় দুজন গ্রেপ্তার প্রসঙ্গে , চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, বিরোধীদের গ্রেফতার অভিযোগ মিথ্যে। আইন অনুযায়ী কাজ হবে। গুন্ডামি করেছেন। বিরোধীদের তালিকা প্রকাশে বিলম্ব প্রসঙ্গে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন,ওরা বিধ্বস্ত। দিশাহীন। সংগঠন নেই।নাম প্রকাশ করতে পারলো না বিজেপি। কারণ কি জানো না । অভিষেকের চ্যালেঞ্জ গ্রহণ করতে ব্যার্থ বিজেপি।চন্দ্রিমা মোদির সমালোচনা করে বলেন, বলেন, মোদী গ্যারান্টি শূন্য ওয়ারেন্টি। কৃষকের আয়ে দ্বিগুণ হয়নি। স্বচ্ছতা কোথায় ?? ৩০৮ জনের প্রাণ গেছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct