আলম সেখ, জঙ্গিপুর, আপনজন: সম্প্রতি মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ, সুতি ও ধুলিয়ান অঞ্চলে ঘটে যাওয়া দাঙ্গা ও হিংসাত্মক ঘটনার পরিপ্রেক্ষিতে আজ ওই সমস্ত এলাকা পরিদর্শন করল সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া (এসডিপিআই)। প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের জাতীয় সম্পাদক তায়েদুল ইসলাম, রাজ্য সাধারণ সম্পাদক ডাঃ কামাল বাসিরুজ্জান ও সদস্য হাসিবুল ইসলাম। দলের তরফে জানানো হয়েছে, সামশেরগঞ্জে দাঙ্গায় নিহত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের পরিবার এবং সুতির কাশেম নগরে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহত ইজাজ আহমেদের পরিবারের সঙ্গে দেখা করে তাঁরা গভীর সমবেদনা জানান। পাশাপাশি পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দেন প্রতিনিধিরা। পরিদর্শনের পর জাতীয় সম্পাদক তায়েদুল ইসলাম বলেন, “এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলে স্পষ্ট বোঝা যাচ্ছে, এই হিংসার নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে। পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে। অভিযোগ উঠেছে— পুলিশের নীরবতা ও পক্ষপাতদুষ্ট আচরণের সুযোগ নিয়েছে বিজেপি-ঘনিষ্ঠ দুষ্কৃতীরা।” তিনি আরও জানান, পরিস্থিতি যখন উত্তপ্ত হয়ে ওঠে, তখন উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকেরা হস্তক্ষেপ করেন, ফলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। এসডিপিআই অভিযোগ করেছে, কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা সন্ধ্যার পর টহলের নামে বাড়ি বাড়ি ঢুকে মারধর করছে, মহিলাদের সঙ্গে অশালীন আচরণ করছে এবং অলঙ্কার ও সম্পত্তি লুট করছে। এ ধরনের আচরণকে তাঁরা গণতান্ত্রিক সমাজে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে আখ্যা দেন। দলের দাবি, এটি কোনও হিন্দু-মুসলিম দাঙ্গা নয়, বরং ওয়াকফ আইন বাতিলের প্রতিবাদে হওয়া মিছিলে বহিরাগতদের উপস্থিতিকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে উত্তেজনা ছড়ানো হয়েছে। বিজেপি-ঘনিষ্ঠ দুষ্কৃতীরা সেই উত্তেজনার সুযোগ নিয়ে সংঘর্ষে মদত দেয় এবং এলাকায় ভয় ও আতঙ্ক সৃষ্টি করে।
গ্রেফতার সংক্রান্ত বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছে এসডিপিআই। দলটির অভিযোগ, বহু নিরীহ যুবককে আটক করা হয়েছে, কিন্তু তাদের কোথায় রাখা হয়েছে তা পরিবার বা আইনজীবীদের জানানো হচ্ছে না। তাঁদের দাবি, সমস্ত গ্রেফতারকৃতদের অবিলম্বে আদালতে পেশ করতে হবে এবং বেআইনি হেফাজতের অবসান ঘটাতে হবে। এসডিপিআই-এর পক্ষ থেকে এক উচ্চ পর্যায়ের নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে। পাশাপাশি দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা এবং এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কাছে জরুরি পদক্ষেপের আহ্বান জানানো হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct