আপনজন ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, দেশটির সেনাবাহিনী আগামী কয়েক দিনের মধ্যেই ‘পূর্ণশক্তি নিয়ে’ গাজায় প্রবেশ করবে। তার দপ্তর থেকে মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। নেতানিয়াহু তার দপ্তরে সোমবার রাতে আহত রিজার্ভ সেনাদের সঙ্গে বৈঠকে বলেন, ‘শিগগিরই আমরা পূর্ণশক্তি নিয়ে অভিযানে নামব। এই অভিযান সম্পন্ন করা মানে হামাসকে পরাজিত করা, অর্থাৎ হামাসকে ধ্বংস করা। তিনি আরো বলেন, ‘যুদ্ধ থামানোর কোনো পরিস্থিতি হবে না। সাময়িক যুদ্ধবিরতি হতে পারে, কিন্তু আমরা শেষ পর্যন্ত যাব।’ ১৯ জানুয়ারি হামাসের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর তা বজায় রাখার উপায় নিয়ে অচলাবস্থার মধ্যে ১৮ মার্চ থেকে গাজাজুড়ে বড় ধরনের সামরিক অভিযান পুনরায় শুরু করে ইসরায়েল। এরপর চলতি মাসের শুরুর দিকে ইসরায়েল সরকার গাজায় তাদের সামরিক অভিযান সম্প্রসারণের পরিকল্পনা অনুমোদন করে এবং কর্মকর্তারা সেখানে দীর্ঘমেয়াদি উপস্থিতি বজায় রাখার বিষয়ে কথা বলেন। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, আন্তর্জাতিকভাবে নিন্দিত এই পরিকল্পিত বৃহত্তর অভিযান গাজার অধিকাংশ বাসিন্দাকে বাস্তুচ্যুত করবে। হামাসের ২০২৩ সালের অক্টোবরের ইসরায়েলে হামলার পর থেকে গাজার প্রায় ২৪ লাখ বাসিন্দার মধ্যে প্রায় সবাই অন্তত একবার বাস্তুচ্যুত হয়েছে। ইসরায়েলও ফিলিস্তিনিদের গাজা ছেড়ে যাওয়ার জন্য চাপ দিচ্ছে। একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, ‘স্বেচ্ছামূলক স্থানান্তর কর্মসূচি...হবে অভিযানের লক্ষ্যগুলোর একটি অংশ।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct