বাবলু প্রামানিক, কুলতলি, আপনজন: সাইকেল চেপে সহ- সহকর্মীদের সঙ্গে নিয়ে কুলতলীর প্রত্যন্ত এলাকায় সমষ্টি উন্নয়ন আধিকারিক বীরেন্দ্র অধিকারী ও কুলতলী পঞ্চায়েত সমিতির সভাপতি রুপা সরদার, বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিক অশোক মণ্ডলকে দেখা গেল। কুলতলি ব্লকের দেউলবাড়ী দেবীপুর অঞ্চলের মাতলা নদীবাঁধ সংলগ্ন দেউলবাড়ি গ্রামে আজ সকালে সাধারন মানুষদের কে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষে এমনই উদ্যোগ গ্রহণ করলো কুলতলী পঞ্চায়েত সমিতি । বিশেষ করে কুলতলির প্রত্যন্ত এলাকায় যেখানে এখনো পর্যন্ত মাটির রাস্তা, বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত এলাকাবাসী, যাতায়াতের মাধ্যম সাইকেল। নিজে সাইকেল চালিয়ে একাধিক দেউলবাড়ী এলাকার নিম্নবিত্ত পরিবার গুলিতে। ব্লক উন্নয়ন আধিকারিক এমনই কর্মসূচি ভাবাই যায় না। আমিনা সাকিনা ও পূর্ণিমাদের কথায় এমনই বিডিও সাহেব কে আমাদের মত অসহায় পরিবারের বাড়িতে আশায় সত্যিই আমরা আপ্লুত। দীর্ঘদিন ধরে এই সমস্ত পরিবারগুলি সরকারি সহায়তা থেকে বঞ্চিত। ২০২৩ পঞ্চেয়েত নির্বাচনের আগে এমনই মানবিক বিডিও সাহেবকে দেখতে পেয়ে সরাসরি সরকারি পরিষেবা পাওয়া তাদের তাদের কাছে তাদের কাছে ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ। বীরেন্দ্র অধিকারীর কথায়, এলাকার দরিদ্র পরিবারগুলি ঠিকমতো সরকারি পরিষেবা পাচ্ছে কি না তা দেখতে ও সরকারি পরিষেবা পৌঁছে দিতে এই প্রচেষ্টা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct