জীবন আলো
আসগার আলি মণ্ডল
এই সমাজে গরীব হলে
নেই তো কোন দাম
শুনবে না কেউ কোনও কথা
যতই ঝরুক ঘাম।
ধন-দৌলত এই সমাজে
সবার থেকে বড়ো
গরীব হলে লড়াই করে
নিজের জীবন গড়ো।
সারাটা দিন খাটুনি দিয়ে
যেটুকু হয় আয়
সংসারের ঐ যাঁতাকলে
সবটাই হয় ব্যয়।
নিজের সুখে সুখি হলে
মনটা হবে ভালো
দুঃখ ব্যথা সরে যাবে
জীবন হবে আলো।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct