আসিফ রনি, নবগ্রাম, আপনজন: রাম মন্দির উদ্বোধনের পরের দিন মুর্শিদাবাদের নবগ্রামে বিজেপির নির্বাচিত জনপ্রতিনিধির তৃণমূলে যোগদান, বিজেপির সাম্প্রদায়িকতা ,বিভেদ ও ধর্মীয় রাজনীতির প্রতিবাদে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান বলে দাবি তৃণমূলের। সোমবার ২২ শে জানুয়ারি উদ্বোধন হয়েছে রাম মন্দির। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বধর্ম সমন্বয়ে সম্প্রীতির বার্তা দিয়ে সংহতি যাত্রার আয়োজন করেন। আর রাম মন্দির উদ্বোধনের পরের দিনই মুর্শিদাবাদের নবগ্রামে বিজেপির নির্বাচিত জনপ্রতিনিধি যোগদান করলেন তৃণমূলে। তৃণমূল নেতৃত্বে দাবি বিজেপির সাম্প্রদায়িকতা ও ধর্মীয় মেরুকরণের প্রতিবাদে বিজেপি ছেড়ে তৃণমূলের যোগদান। জানা যায়, নবগ্রামের কিরিটেশ্বরি অঞ্চলের ১৮৪ নম্বর তালা পাহাড় সংসদের জয়ী বিজেপি মেম্বার আদুরী মৃধা মঙ্গলবার নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাই চন্দ্র মন্ডল এবং নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোঃ এনায়েতুল্লার হাত ধরে যোগদান করে তৃণমূল কংগ্রেসে। তিনি বলেন জনগণের কাজ দরকার ,তাই মুখ্যমন্ত্রীর উন্নয়ন দেখে আমি তৃণমূলে যোগদান করলাম। উপস্থিত ছিলেন নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাই চন্দ্র মন্ডল, নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোঃ এনায়েতুল্লা। এছাড়াও উপস্থিত ছিলেন প্রণব চন্দ্র দাস সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct