নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: তৃণমূলের নির্বাচন কমিশনকে কোন রণকৌশল দেখানোর জায়গা নেই। যাদের রণকৌশল দেখাতে যাবে তৃণমূল তারা তো ইতিমধ্যেই বিজেপির গ্রিপে রয়েছে। রবিবার তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলনে সাত্যফা নির্বাচন প্রসঙ্গে এই মন্তব্য করেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এ দিনের এই সাংবাদিক সম্মেলনে তার সঙ্গে ছিলেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুও। মন্ত্রিত লিমা ভট্টাচার্য জানান ভারতবর্ষের যতগুলি দফার নির্বাচন হচ্ছে, সব দফাতেই পশ্চিমবঙ্গের নাম রয়েছে। প্রতি দফায় যেহেতু পশ্চিমবঙ্গের নাম রয়েছে তাই এবার রফাদফা করে দেখাবেপশ্চিমবঙ্গর মানুষ। সন্দেশখালিতে আদালতের নির্দেশে বিজেপি আইনজীবী প্রিয়াঙ্কা টেব্রিওয়ালের নেতৃত্বে একাধিক ক্যাম্প হওয়া প্রসঙ্গে, মন্ত্রী চন্দ্রিলা ভট্টাচার্যের মন্তব্য বিজেপি তৃণমূলকে অনুসরণ করছে। কারণ ইতিমধ্যেই সন্দেশখালিতে একাধিক জায়গায় ক্যাম্প করে নানা ধরনের অভিযোগ সহ সেখানকার মানুষকে নানা ধরনের পরিষেবা ও সহযোগিতা করতে কর্মসূচি গ্রহণ করেছিল তৃণমূল। সেই কর্মসূচি বিজেপি অনুসরণ করছে দাবি চন্দ্রিমা ভট্টাচার্যর। সন্দেশখালি তে নতুন করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও আন্দোলন প্রসঙ্গে মন্ত্রী ব্রাত্য বসু বলেন, সন্দেশখালিতে এই টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে বিক্ষোভ দেখাতে প্রায় ২৯ বছর সময় লেগে গেল সেখানে। বর্তমানে সন্দেশখালির পরিস্থিতি স্বাভাবিক বলে দাবি করেন ব্রাত্য বসু। তার মতে মাস দু’য়েক পরে যখন বসিরহাট লোকসভার ফলাফল প্রকাশ হবে এবং সন্দেশখালি বিধানসভার ফলাফল সামনে আসবে তখন বিরোধীরা মদত দিয়ে আজ যেসব অভিযোগ সেখানকার মানুষকে দিয়ে করাচ্ছে এবং বিক্ষোভ করার পরিস্থিতি সৃষ্টি করছে তারা তার জবাব পেয়ে যাবে। কারণ নির্বাচনের ফলাফল বের হলে তৃণমূলের সবুজ সুনামি তারা দেখতে পাবে বলে দাবি করেন, মন্ত্রী ব্রাত্য বসু।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct