আজাহার উদ্দিন, ধনিয়াখালি, আপনজন: মেয়েরাও হবে মাওলানা, পড়বে বুখারী ও কুরআনের তরজমা। সেই লক্ষ্যে জামিয়া দারুল মুস্তাফার নূরানী দুয়ার মজলিস বুখারী শরীফ উদ্বোধন হল হুগলি জেলার ধনিয়াখালি থানার নালতাজোলে মাদ্রাসা প্রাঙ্গণে। মাদ্রাসার ছাত্রীদের ক্বেরাত পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল উলুম দেওবন্দের অন্যতম শাইখুল হাদিস ড. ইশতিয়াক আহমেদ। তার হাত ধরে বুখারী শরীফের উদ্বোধন হলো। এছাড়া উপস্থিত ছিলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলহাজ্ব মাওলানা মুফতি মাহমুদুর রহমান কাসেমী, পান্ডুয়া দারুল উলুমের শাইখুল হাদিস মুফতি আজাদুর রহমান, মুফতি বসির হোসেন কাসেমী, হাফেজ মাওলানা ক্বারী শফিক, বিশিষ্ট যুক্তিবাদী বক্তা মাওলানা জয়নাল আবেদীন, জমিয়ত উলামায়ে হিন্দের মাওলানা আব্দুল হাকিম, বেতা বি এড কলেজের কর্ণধর আলহাজ্ব মোহাম্মদ আলী, কেজিএন মার্বেল গ্রুপ এর কর্নধার আলহাজ্ব সেখ সিরাজুল হক, জামিয়া দারুল মুস্তাফার সম্পাদক মাওলানা সিবগাতুল্লাহ কাসেমী, সভাপতি ইন্দাদুল হালদার, শিশু বিকাশ মিশনের সম্পাদক মহম্মদ ইলিয়াস সহ সমাজের শিক্ষাবিদ সমাজসেবী ও বিশিষ্টজনেরা। এই বুখারী শরীফ উদ্বোধন ও নুরানী ঐতিহাসিক দোয়ার মাহফিলে রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রচুর মানুষ উপস্থিত ছিলেন। বিভিন্ন মাদ্রাসার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই মাদ্রাসাতে বিভিন্ন জেলার মেয়েরা হোস্টেলে থেকে আবাসিক হিসেবে পড়াশোনা করে, পড়াশোনার মাধ্যম বাংলা হলেও মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাস ও মাদ্রাসা পর্ষদের সিলেবাস অনুযায়ী পড়ানো হয়। আমন্ত্রিত অতিথিদের সামনে মাদ্রাসার ছাত্রীরা, উর্দু, ইংরেজি, আরবি, বিষয়ের উপর বক্তব্য রাখেন। পড়াশোনা পরিবেশ পরিকাঠামো ও অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের তত্ত্বাবধানে মাদ্রাসার ছাত্রীরা মুখ উজ্জ্বল করল অতিথিদের সামনে। মাদ্রাসা সম্পাদক জানান গরীব দুঃস্থ মেধাবী ছাত্রীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা আছে। সকলেই মাদ্রাসার এই নতুনত্ব উদ্যোগকে সকলে সাধুবাদ জানান।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct