আপনজন ডেস্ক: আবারও ইসরায়েলি কর্মকাণ্ডের সমালোচনা করে গাজায় ‘গণহত্যা এবং বর্বর হামলা’ বন্ধ করার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
রোববার জার্মানি থেকে ফেরার পথে বিমানে সাংবাদিকদের কাছে তুর্কি প্রেসিডেন্ট বলেন, ইসরায়েলের উচিত এই গণহত্যা এবং অমানবিক হামলা একেবারেই বন্ধ করা।’
এরদোগান দাবি করে বলেন, ‘আজ পর্যন্ত ইসরায়েলই ক্রমাগত আক্রমণ এবং গণহত্যার ওপর জোর দিয়ে এসেছে। ইসরায়েলই মানবাধিকার এবং আন্তর্জাতিক আইনকে পদদলিত করে চলেছে।’
তুর্কি নেতা এ সময় ইসরাইলের আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ‘তারা (ইসরায়েলি নেতারা) লেবাননকে নিজেদের করায়ত্বে নেওয়ার জন্য হুমকি দেয়। তবে ইসরায়ে লকে অবশ্যই এই অঞ্চলে সংঘাত ছড়ানোর আকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct