আপনজন ডেস্ক: ভারতে একজন সাধারণ পরিবারের কাছে চার চাকা গাড়ি কেনা একেবারে বিলাশিতা। তবুও অনেকেই অনেককিছু কমপ্রোমাইজ করে কেনেন সাধের চার চাকা।যদিও সেই সব পরিবার গাড়ি কেনার আগে বেশকিছু বিষয় মাথায় রাখেন।কোন গারির কত দাম। কত মাইলেজ। গাড়ির স্টেবিলিটি। গাড়ির সার্ভিস খরচ। গাড়ির পাটর্সের খরচ এবং বিক্রির সময় কোনগাড়ির মূল্য ভালো পাওয়া যায়।সবচেয়ে মাথায় যে বিষয়টা বেশি ঘোরে, সেটা হল বেশদীর্ঘদিন ঝামেলা ছাড়া যে গাড়ি চলবে। এ তালিকায় সবার ওপরে থাকবে মারুতি সুজুকি সুইফট ও সুইফট ডিজায়ার। এই দুটি গাড়ি এক কথায় অসাধারণ। এই গাড়ি আপনি দীর্ঘদিন চালাতে পারবেন। বাজারে অন্যতম নির্ভরযোগ্য গাড়ি এটি। রাস্তায় সবচেয়ে বেশি এই গাড়িগুলি চলে। তাই এদের পাটর্স সহজলোভ্য। যেখানে ১.২ লিটার কে সিরিজ পেট্রোল ইঞ্জিন এবং ১.৩ লিটার ডিজেল ইঞ্জিনের বিকল্প রয়েছে। বাণিজ্যিক কাজে যেমন, ট্যাক্সি পরিষেবার ক্ষেত্রে এই গাড়ি বেশি দেখা যায়। দাম ৮ থেকে দশ লাখের কাছে। এ তালিকায় দ্বিতীয় গাড়িটি হল টয়োটা ফর্চুনার। গাড়িটি মধ্যবিত্ত পরিবারের জন্য না হলেও, এই গাড়িটি বেশ মজবুত। এটা অন্যতম নির্ভরযোগ্য একটা গাড়ি।গাড়ি বাজারের ইতিহাসে অন্যতম সফল এবং মজবুত চার চাকা টয়োটা ফর্চুনার। এই গাড়িতে অনায়াসে ৮-১০ লাখ কিলোমিটার অতিক্রম করতে পারবেন। গাড়িটির দাম ৬৪ লাখ ৩৫ হাজার টাকা। পরের গাড়িটি হল হোন্ডা সিভিক। এটা সাধারণের নাগালের বাইরে। তবে মজবুত বিল্ট কোয়ালিটি সবাইকে পিছনে ফেলবে সিভিক। এই গাড়িটি পারফরম্যান্সের জন্য পরিচিত। বছরের পর বছর বাজারে বিক্রি হচ্ছে হোন্ডা সিভিক। এই গাড়ি নিয়মিত মেইনটেনেন্স করলে খুব সহজেই ৮-১০ লাখ কিলোমিটার চালাতে পারবেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct