আপনজন ডেস্ক: লিবিয়ার উপকূলে নৌকাডুবির ঘটনায় অন্তত ৭৩ জন অভিবাসী নিখোঁজ হয়েছে এবং তাদের মৃত বলে ধারণা করা হচ্ছে। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এ তথ্য জানিয়েছে। মঙ্গলবারের নৌকাডুবির ঘটনায় মাত্র সাতজন বেঁচে গেলেও হাসপাতালে ‘অত্যন্ত গুরুতর অবস্থায়’ রয়েছেন বলে জানা গেছে। লিবিয়ার রেড ক্রিসেন্ট ও পুলিশ এখন পর্যন্ত ১১টি মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে। জানা যায়, নৌকাটি ইউরোপের দিকে যাচ্ছিল। আইওএমের মতে, রুটটি ‘বিশ্বের সবচেয়ে মারাত্মক অভিবাসী সমুদ্র ক্রসিং’।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct