নিজস্ব প্রতিবেদক, ময়নাগুড়ি, আপনজন: যুদ্ধ আবহে ভারতীয় সেনার অগ্নিবীরে যোগ দিতে বাড়ি থেকে রওনা দিলেন জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির মনোরঞ্জন রায়। দুশ্চিন্তার মাঝেও আনন্দাশ্রু পরিবারে। বর্তমানে ভারত -পাক যুদ্ধ আবহে দেশের সেবায় ভারতীয় সেনার অগ্নিবীরে যোগদান করবেন ময়নাগুড়ি ব্লকের পানবাড়ি সংলগ্ন পূর্ব সাত ভেন্ডি এলাকার বাসিন্দা ১৮ বছরের তরুণ মনোরঞ্জন রায়।ছোট থেকেই মনোরঞ্জনের স্বপ্ন ছিল ভারতীয় সেনায় যোগদান করার। আর সেই স্বপ্ন পূরণ হতে চলেছে তার।তার কঠোর পরিশ্রমের পর সফলতা এসেছে। মনোরঞ্জনের বাবা পেশায় একজন কৃষক। ক্ষুদ্র চা চাষি। প্রত্যন্ত গ্রাম থেকে কঠোর পরিশ্রমের মাধ্যমে অগ্নিবীরে যোগ দেওয়ার সুযোগ পেয়েছে মনোরঞ্জন। ব্যাঙ্গালোরে গিয়ে যোগদান করবে সে। তার এই সাফল্যে খুশি তার পরিবার থেকে শুরু করে গোটা গ্রাম। বর্তমান পরিস্থিতিতে দেশ সেবার জন্য ছেলেকে সেনার অগ্নিবীরে পাঠাতে পেরে গর্বিত মনোরঞ্জনের পরিবার।
অগ্নিবীর মনোরঞ্জনের বাবা ও দাদা উভয়েই একসময় চেয়েছিলেন সেনাবাহিনীতে। দেশ রক্ষার কাজে নিজেদেরকে ঘরের ছেলেকে লাগাতে পেরে তারা আজ আনন্দিত। কারণ তাদের দুজনের জীবনে পারিবারিক কারণে যুদ্ধে যোগ দেওয়া হয়ে ওঠেনি ।তাই তারা দুজন মিলেই মনোরঞ্জনের মধ্যে ছোট থেকেই সেনাবাহিনীর প্রতি আগ্রহ গড়ে তুলেছিলেন। সেই কথা মাথায় রেখে পড়াশোনার পাশাপাশি সেনাবাহিনীর কাজের জন্য নিজেকে সক্ষম করে তোলে মনোরঞ্জন। আর অবশেষে ডাক আছে ভারতীয় সেনাবাহিনীতে বর্তমান পরিস্থিতিতে অগ্নিবীরে যোগদানের। গোটা গ্রাম তাই আজ গর্বিত তাদের গ্রামের ছেলে যাচ্ছেন দুশমন দমন করতে। ভারতবাসীদের রক্ষা করতে মনোরঞ্জন অগ্রণী ভূমিকা গ্রহণ করবে বলে বিশ্বাস গোটা গ্রামের। শত্রুদের বিনাশ করে ভারত মাতা কে রক্ষা করবেন তাদের গ্রামের ছোট্ট মনোরঞ্জন। সকলে তাই তার বিদায় বেলায় আনন্দে মেতে ওঠেন। কারণ ভারতবাসী হিসেবে এ এক পরম সুযোগ পেয়েছে তাদের গ্রামের মনোরঞ্জন। সে নিজেও আত্মবিশ্বাসী দুশমন খতম করে ভারত মাতা কে রক্ষা সে করবেই।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct