নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: নকল ব্যাগের বিকি কিনিতে তল্লাশি চালাতে গিয়ে মার খেলেন ইবি অফিসাররা। বড়বাজার এলাকায় এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। নামি প্যান্টের নকল প্যাক বিক্রি করা হচ্ছিল লোগো লাগিয়ে। সেই খবর পেয়ে বড়বাজারে ব্যাগের হোলসেল মার্কেটে হানা দিয়েছিল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। সেখানে তারা যখন অভিযান চালাচ্ছিল সেই সময় তাদের বাধা দেয় স্থানীয় বেশ কিছু ব্যবসায়ী। এমনটাই অভিযোগ ইবি অফিসারদের। প্রত্যক্ষদর্শীদের দাবি অভিযুক্ত ব্যবসায়ীরা এবিপি আধিকারিককে আটকে রেখে মারধর করে। দুপক্ষের মধ্যে যথেষ্ট ধস্তাধস্তি হয়। এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এর পক্ষ থেকে বড়বাজার থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ ওই হোলসেল ব্যাগের মার্কেটে গিয়ে যে দুই ব্যবসায়ী এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে গ্রেফতার করে। জানা গিয়েছে, এই প্রথম নয় এর আগেও বড় বাজারে নকল ব্যাগের খোঁজে একাধিকবার তল্লাশি অভিযান চালিয়েছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct