অভিজিৎ হাজরা , আমতা, আপনজন: ভোরবেলা মায়ের থেকে আলাদা হয়ে গিয়েছিল ছোট্ট বনবিড়ালের ছানা। সারাদিন ধরে পরিবেশ কর্মীদের চেষ্টার পর ভয় অবশেষে সন্ধ্যায় মায়ের কাছে ফিরলো ছোট্ট ছানাটি। বাগনান বাঙালপুর ভগবান সেবা সংঘের সদস্যরা ভোরবেলা দেখতে পান ক্লাবের সামনে একটা ছোটো বিড়াল ছানা ঘুরছে এবং কুকুর তাকে তেড়ে আসছে। ক্লাবের সদস্য শুভেন্দু দাস ছানা টিকে নিয়ে বাড়িতে নিয়ে যান এবং তিনি লক্ষ্য করেন এটি সাধারণ গৃহপালিত বিড়াল নয়। শুভেন্দু দাস যোগাযোগ করেন হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সদস্য, বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামানিকের সঙ্গে। ছানা টিকে একটি একটি নিরাপদ স্থানে রাখতে বলে কিছুক্ষণের মধ্যেই চিত্রক প্রামানিক, সুমন্ত দাস ও ইমন ধাড়া এলাকায় পৌঁছায় এবং ছানা টিকে মায়ের কাছে ফেরানোই ছিল তাদের প্রধান লক্ষ্য। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর তাঁরা এলাকার বাসিন্দা মুক্ত মান্নার বাড়িতে একটি জ্বালানির স্তুপে বনবিড়াল থাকার প্রমাণ পান। ছানা টিকে নিয়ে নির্দিষ্ট স্থানে রেখে দূর থেকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে থাকেন। ঘন্টাখানেক পর অবশেষে মা বনবিড়াল আসে এবং ছানা টিকে নিয়ে আবার জঙ্গলে ফিরে যায়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct