নিজস্ব প্রতিবেদক , তমলুক, আপনজন: তমলুকের নিমতৌড়িতে মঙ্গলবার শ্রীকৃষ্ণপুরে চৌরাস্তার ধারে, নিমতৌড়ি স্মৃতি সৌধের মাঠে তাম্রলিপ্ত জনকল্যাণ সমিতির উদ্যোগে ৮৩ তম তাম্রলিপ্ত জাতীয সরকার প্রতিষ্ঠা দিবস উদযাপিত হয়। জাতীয় পতাকা উত্তোলন এর মাধ্যমে আনুষ্ঠানিক সূচনা করেন পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পুর্নেন্দু কুমার মাজী।স্বাগত ভাষণ রাখেন তাম্রলিপ্ত জনকল্যাণ সমিতির সভাপতি তথা বিধায়ক সৌমেন কুমার মহাপাত্র।সৌমেন কুমার মহাপাত্র বলেন সারা ভারতবর্ষের মধ্যে প্রথম দীর্ঘস্থায়ী স্বাধীন সরকার এই তাম্রলিপ্ত জাতীয় সরকার।এই সরকারের সর্বাধিনায়ক সতীশচন্দ্র সামন্তের ১২৫ তম জন্ম বার্ষিকী সারা বছর ধরে পালন করা হবে।স্বাধীনতা আন্দোলনে স্মৃতি বিজড়িত এই স্মৃতি সৌধকে আমাদের রক্ষা করতে হবে।রক্ষা করতে হবে এই স্মৃতি সৌধের যে গ্ৰন্থাগার আছে, সর্বাধিনায়ক সতীশচন্দ্র সামন্তের ১২৫ তম জন্ম বার্ষিকী স্মরনে অধ্যাপক ড.সুস্নাত জানার সম্পাদনায় একটি স্মারক পত্রিকা প্রকাশিত হয়।আনুষ্ঠানিক প্রকাশ করেন প্রাক্তন সাংসদ ও সতীশচন্দ্র সামন্তের একদা সংসদের সহকর্মী আমজাদ আলী খান।আমজাদ আলী খান দীর্ঘ সংসদে সতীশচন্দ্র সামন্তের সাথে কাটানোর স্মৃতি চারণা করেন। উপস্থিত ছিলেন প্রবীন স্বাধীনতা সংগ্ৰামী চিত্তরঞ্জন সামন্ত, পূর্ব মেদিনীপুর জেলার জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, প্রাক্তন বিধায়ক অধ্যাপক ব্রহ্মময় নন্দ, ইতিহাস গবেষক রাজর্ষি মহাপাত্র, বিধায়ক সুকুমার দে, সমাজসেবী প্রদীপ দে সহ অনেকেই।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct