সেখ রিয়াজুদ্দিন ও আজিম শেখ, বীরভূম, আপনজন: রামপুরহাট মহকুমা সহ মহম্মদবাজার এলাকায় পাথর শিল্পাঞ্চল ঘিরে বহু মানুষের রুটি রুজি। পাথর খাদান,ক্রাসার, গাড়ি, ঠিকা শ্রমিক, দিনমজুর, পাথর ব্যবসায়ী থেকে শুরু করে সেগুলো ঘিরে গড়ে ওঠা নানান ধরনের ব্যবসায় জড়িত বহ মানুষ। সেরূপ জনবহুল এলাকায় প্রকাশ্যে গুলি করে যুবক খুনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা যায় রামপুরহাট থানার শালবাদরা এলাকায় দিনের মধ্যেই শ্যুট আউটে ২৮ বছরের এক যুবকের মৃত্যুর ঘটনায় নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে, রামপুরহাট থানার শালবাদরার নিরিশা এলাকায় রবিবার সকাল ১১:৩০ নাগাদ ১০ জনের একটি দুষ্কৃতী দল সুদীপ বাসকি (২৮) নামে এক যুবককে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। পর পর চারটি গুলি লাগে সুদীপ বাসকির শরীরে। সেখানেই মাটিতে লুটিয়ে পড়ে যায় এবং মৃত্যু হয়। মৃত যুবক পেশায় পাথর গাড়ির ব্যবসায়ী। এদিন ঘটনাস্থলে বেশ কিছু ক্রেসার খাদান ও গাড়ির ম্যানেজারদের টাকা পয়সার হিসাবের সাপ্তাহিক আদান-প্রদান চলছিল। আর ঠিক সেই সময় আচমকা গুলির শব্দে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে রামপুরহাট থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। কি কারনে খুন, এনিয়ে ধন্দে রয়েছে সকলেই। ব্যক্তিগত শত্রুতার জেরেই এই হামলা বলে পুলিশের প্রাথমিক অনুমান। ঘটনার পর অভিযুক্ত দুস্কৃতী দল নিশ্চিন্তে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। ইতিমধ্যে পুলিশ ঘটনার রহস্য উদঘাটন করতে শুরু করেছেন। উল্লেখ্য ঝাড়খণ্ড ঘেঁষা সীমান্তবর্তী পাথর শিল্পাঞ্চল এলাকায় খুন করে বাংলা ছেড়ে ঝাড়খণ্ড রাজ্যের মধ্যে গাঢাকা দেয়। এরূপ ঘটনার পূর্বতন নিদর্শন রয়েছে বলে স্থানীয় মানুষের বক্তব্য।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct