নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: আলু ধর্মঘট মিটে গিয়ে সমস্ত হিমঘরের দরজা খুলে গেলেও খোলা বাজারে দাম কমছে না। ৩৬ টাকা দরে আলু বিকচ্ছে শহরের অধিকাংশ বাজারে। চন্দ্রমুখি আলুর দাম ৪০ টাকার ঘরে। আলু ও পিঁয়াজের এই মূল্যবৃদ্ধির জন্য ফের বাজারে বাজারে বৃহস্পতিবার হানা দিয়েছে টাক্স ফোর্স। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কাকুরগাছির ভি আই পি মার্কেটে টাস্ক ফোর্স এর অভিযান ৷ শহরের একাধিক বাজারেও হানা দেয় টাস্ক ফোর্স।ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে দাম কমানোর পরামর্শ দেওয়া হচ্ছে ৷ ডিমের দাম নিয়ে চিন্তিত। এই বিষয় নিয়েও ব্যবসায়ীদের সাথে কথা বলবেন বলে জানান টাক্স ফোর্সের অন্যতম সদস্য রবীন্দ্রনাথ কোলে। মাছের দাম নিয়ন্ত্রণে থাকলেও একলাফে দাম বেড়ে গিয়েছে ডিমের। বড়দিনের আগে শহরে ডিম বিক্রি হচ্ছে ৮ টাকা পিস দরে। টাক্স ফোর্সের সদস্যদের দাবি আলু বাজারে ব্যবসায়ীদের কাছে ভালই মজুদ ছিল। দাম বাড়ানোর কোন প্রয়োজন ছিল না। কিন্তু তারপরেও দাম বেড়ে গেছে সর্বত্র। অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী তার বক্তব্য দ্বিতীয় বৃহত্তম রাজ্য আলু ফলনে পশ্চিমবঙ্গ। সেই রাজ্যের সাধারণ মানুষ কেন ন্যায্য মূল্যে আলো পাবে না। রবীন্দ্রনাথ কোলে দাবি করেন শুক্রবার থেকে আলুর যোগান শহরের বাজার গুলিতে আরো বাড়বে। ফলে আলুর দাম কমবে। কিন্তু ডিমের দাম অতিরিক্ত বৃদ্ধি পাওয়ায় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলা শুরু করেছে টাস্ক ফোর্স। হায়দ্রাবাদ থেকে ডিমের যোগান কম আসছে এবং সামনে পরে দিন আর এক শীতকালে মানুষের ডিম খাওয়ার চাহিদা বাড়ে। তাই ডিমের দাম এক লাফে বেড়ে গেছে অনেকটা। কিন্তু ডিমের দাম যাতে নিয়ন্ত্রণে আসে তার জন্য পোলট্রি অ্যাসোসিয়েশন সহ পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে আলাপ আলোচনা শুরু হয়েছে বলে জানান টাস্ক ফোর্সের সদস্যরা। এদিকে আমজনতার বক্তব্য, টাস্ক ফোর্স এর সদস্যরা কিছু কিছু বাজারে হানা দিচ্ছে। কিন্তু শহর শহরতলীর বিশেষত বাগুইহাটি ,কেষ্টপুর এবং জগৎপুর বাজারে ইচ্ছে খুশির মতো দাম বাড়িয়ে কাঁচা আনাজ বিক্রি করছেন ব্যবসায়ীরা। নিয়ন্ত্রণ নেই স্থানীয় প্রশাসনের। বাজার কমিটি গুলিও মুখে কুলুপ এঁটে রয়েছে। ফলে আমজনতার পকেট ফাঁকা হচ্ছে দৈনন্দিন বাজার করতে গিয়ে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct