আপনজন ডেস্ক: রাষ্ট্রসংঘের রিপোর্ট অনুযায়ী, বিশ্বের যে পাঁচটি দেশে দারিদ্র্যসীমার নীচে বাস করে, তার মধ্যে ভারত রয়েছে সবচেয়ে বেশি মানুষ। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, রাষ্ট্রসংঘের রিপোর্ট অনুযায়ী, সারা বিশ্বে ১১০ কোটি মানুষ, যাদের অর্ধেকেরও বেশি অপ্রাপ্তবয়স্ক। বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ভিত্তিক জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং অক্সফোর্ড পোভার্টি অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (ওপিএইচআই) বৈশ্বিক বহুমাত্রিক দারিদ্র্য সূচকের (এমপিআই) এই তথ্য প্রকাশ করেছে। এতে বলা হয়, বিশ্বব্যাপী ১১০ কোটি মানুষ তীব্র দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে, যাদের ৪০ শতাংশই যুদ্ধ, ভঙ্গুরতা এবং/অথবা কম শান্তির সম্মুখীন দেশগুলোতে বসবাস করছে। ভারতে ২৩ কোটি ৪০ লাখ মানুষ দারিদ্র্যের মধ্যে বসবাস করে, যা মাঝারি মানব উন্নয়ন সূচক। বিশ্বের দারিদ্র্যের মধ্যে বসবাসকারী পাঁচ দেশের মধ্যে শীর্ষে ভারত। অন্য চারটি দেশ হল পাকিস্তান (৯ কোটি ৩০ লাখ), ইথিওপিয়া (৮ কোটি ৬০ লাখ), নাইজেরিয়া (৭ কোটি ৪০ লাখ) ও ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (৬ কোটি ৬০ লাখ)। এই পাঁচটি দেশ মিলিয়ে ১১০ কোটি দরিদ্র মানুষের প্রায় অর্ধেক (৪৮.১ শতাংশ) বাস করে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিশ্বের ৪৫ কোটি ৫০ লাখ দরিদ্র মানুষ সহিংস সংঘাতের ঝুঁকিপূর্ণ দেশগুলোতে বাস করে, যা দারিদ্র্য হ্রাসে কষ্টার্জিত অগ্রগতিকে বাধাগ্রস্ত করে এমনকি উল্টে দেয়। ইউএনডিপির প্রশাসক আচিম স্টেইনার বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে সংঘাত তীব্রতর ও বহুগুণ বেড়েছে, হতাহতের নতুন উচ্চতায় পৌঁছেছে, লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং জীবন ও জীবিকার ব্যাপক ব্যাঘাত ঘটছে। প্রতিবেদনে বলা হয়, ১১০ কোটি দরিদ্র মানুষের অর্ধেকের বেশি ১৮ বছরের কম বয়সী (৫৮ কোটি ৪০ লাখ) শিশু। বিশ্বব্যাপী, ২৭.৯ শতাংশ শিশু দারিদ্র্যের মধ্যে বাস করে, প্রাপ্তবয়স্কদের ১৩.৫ শতাংশের তুলনায়। ১১০ কোটি দরিদ্র মানুষের অর্ধেকেরও বেশি এমন ব্যক্তির সাথে বসবাস করে যারা তাদের পরিবারে অপুষ্টিতে ভুগছে ৬৩৭ মিলিয়ন। স্যানিটেশনে ভুগছে ৮২৮ মিলিয়ন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct