আপনজন ডেস্ক: রাস্তা চওড়াকরণ প্রকল্পের জন্য বেআইনিভাবে আবাসিক বাড়ি ভাঙার অভিযোগে উত্তরপ্রদেশ সরকারকে বুধবার তীব্র ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। ২০১৯ সালে মহারাজগঞ্জ জেলায় যার বাড়ি ভেঙে দেওয়া হয়েছিল, সেই মনোজ তিবরেওয়াল আকাশের পাঠানো চিঠির অভিযোগের ভিত্তিতে ২০২০ সালে দায়ের করা একটি স্বতঃপ্রণোদিত রিট পিটিশনের শুনানি চলছিল আদালতে। শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং মনোজ মিশ্রের বেঞ্চ কর্তৃপক্ষের আচরণে গুরুতর অসন্তোষ প্রকাশ করে। প্রধান বিচারপতি বলেন, এভাবে মানুষের বাড়িঘর ভাঙা শুরু হয় কী করে? এটা অনাচার কারও বাড়িতে ঢুকে বিনা নোটিশে ভেঙে ফেলা। বিচারপতি পারদিওয়ালা বলেন, রাতারাতি বুলডোজার দিয়ে বাড়িঘর গুঁড়িয়ে দেওয়া যাবে না।পরিবারকে যদি খালি করার সময় না দেন তাহলে গৃহস্থালির জিনিসপত্রের কী হবে? যথাযথ প্রক্রিয়া অনুসরণ করতে হবে। এরপর সুপ্রিম কোর্ট উত্তরপ্রদেশ সরকার নির্দেশ দেয় আবেদনকারীকে ২৫ লক্ষ টাকা শাস্তিমূলক ক্ষতিপূরণ দিতে হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct