আপনজন ডেস্ক: সান্তিয়াগো বার্নাব্যুতে ২৫ মে রাতটা রিয়াল মাদ্রিদ ইতিহাসের অন্যতম তাৎপর্যপূর্ণ হতে চলেছে। লা লিগায় এবারের মৌসুমে নিজেদের শেষ ম্যাচে এ দিন সোসিয়েদাদের মুখোমুখি হবে রিয়াল। ম্যাচের ফল যা–ই হোক, মাঠে উপস্থিত সবাই হয়তো এরপর আবেগী হয়ে উঠবেন। কারণ, রিয়ালের কোচ হিসেবে এটিই যে কার্লো আনচেলত্তির শেষ ম্যাচ হতে চলেছে! কিংবদন্তি আনচেলত্তির জায়গা নেওয়ার দৌড়ে এগিয়ে আছেন জাবি আলোনসো— এমন গুঞ্জন বেশ কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা আজ মোটামুটি নিশ্চিত হয়েই জানিয়ে দিয়েছে, আনচেলত্তির উত্তরসূরি হতে চলেছেন আলোনসো। ৪৪ বছর বয়সী এই কোচ বর্তমানে বায়ার লেভারকুসেনের দায়িত্বে আছেন। গত মৌসুমে লেভারকুসেন জার্মান বুন্দেসলিগায় অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে ফুটবল বিশ্বে তাঁর কদর বেড়েই চলেছে।
লেভারকুসেনের সঙ্গে আগামী বছরের জুন পর্যন্ত চুক্তি আছে আলোনসোর। ৬৫ বছর বয়সী আনচেলত্তির সঙ্গেও রিয়ালের চুক্তি একই সময় পর্যন্ত। তবে দুজনই মেয়াদ পূর্ণ করার এক বছর আগেই বর্তমান ঠিকানা ছেড়ে যাচ্ছেন।
রিয়াল ছেড়ে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেওয়ার কথা আনচেলত্তির। আলোনসোর জন্য অবশ্য ব্যাপারটা ঘরের ছেলে ঘরের ফেরার মতো। একে তো তিনি স্প্যানিশ, তার ওপর রিয়ালের সাবেক খেলোয়াড়। ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত রিয়ালের মাঝমাঠের অন্যতম ভরসা ছিলেন, ১১ বছর পর সেই ক্লাবে ফিরছেন প্রধান কোচের ভূমিকায়। আনচেলত্তি-আলোনসোর মিলটাও দেখুন—রিয়ালে আলোনসো সর্বশেষ খেলেছেন আনচেলত্তিরই অধীন। ২০১৪ সালে মাদ্রিদের ক্লাবটির হয়ে চ্যাম্পিয়নস লিগ জয়ের পর নাম লেখান জার্মানির সফলতম ক্লাব বায়ার্ন মিউনিখে। বায়ার্নেও আনচেলত্তিকে এক মৌসুম কোচ হিসেবে পেয়েছেন আলোনসো। সাবেক গুরুর ‘কোচিং প্যাটার্ন’ তাই ভালো করেই জানা তাঁর। রিয়ালের ফুটবল সংস্কৃতি সম্পর্কেও স্বচ্ছ ধারণা থাকায় মানিয়ে নিতে খুব একটা বেগ পাওয়ার কথা নয়।
দুই মেয়াদে ছয় মৌসুম রিয়ালের ডাগ আউটে দাঁড়াচ্ছেন আনচেলত্তি। ‘কোচদের ডন’খ্যাত এই ইতালিয়ান ক্লাবটিকে সম্ভাব্য সব শিরোপাই এনে দিয়েছেন—তিনটি চ্যাম্পিয়নস লিগ, তিনটি উয়েফা সুপার কাপ, দুটি লা লিগা, দুটি কোপা দেল রে, দুটি ক্লাব বিশ্বকাপ, দুটি স্প্যানিশ সুপার কাপ ও একটি আন্তমহাদেশীয় কাপ। ১৫টি ট্রফি জিতে তিনিই রিয়ালের সফলতম কোচ। ১৪টি ট্রফি জিতেছিলেন প্রয়াত কোচ মিগুয়েল মুনোজ। মার্কা বলছে, ক্লাব ছাড়তে চাওয়া নিয়ে সম্প্রতি আনচেলত্তির সঙ্গে রিয়াল কর্তৃপক্ষের যে তিক্ততা চলছিল, সেসব এক পাশে সরিয়ে ক্লাব ইতিহাসের সফলতম কোচকে জমকালোভাবেই বিদায়ী সংবর্ধনা দেওয়া হবে। বার্সেলোনাকে টপকে রিয়াল শেষ পর্যন্ত লা লিগার শিরোপা ধরে রাখতে পারলে এই আয়োজন উৎসবেও রূপ নিতে পারে। সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, আনচেলত্তি যে রিয়াল ছাড়ছেন, সে ব্যাপারে দুই পক্ষ আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের সময়েই সমঝোতায় পৌঁছেছিল।
কিন্তু রিয়ালের পরিচালকেরা বিষয়টি এত দিন গোপন রেখেছিলেন এবং ফুটবলের বাজার সম্পর্কে খোঁজখবর রাখছিলেন।
আলোনসোর সঙ্গে রিয়ালের চুক্তির মেয়াদ
জাবি আলোনসোর সঙ্গে তিন বছরের চুক্তি করবে রিয়াল মাদ্রিদ। ২০১৮ সালে তাঁর কোচিংয়ে হাতেখড়ি হয়েছিল রিয়াল যুব দলকে দিয়ে। পরের বছর তিনি সোসিয়েদাদ ‘বি’ দলের কোচ হন। খেলোয়াড় হিসেবেও সোসিয়াদাদে লম্বা সময় কাটিয়েছেন আলোনসো। তাঁর বাবা পেরিকো আলোনসোও এই ক্লাবের খেলোয়াড় ও কোচ ছিলেন।
২০২২ সালে সোসিয়েদাদ ‘বি’ দল ছেড়ে লেভারকুসেনের দায়িত্ব নেন আলোনসো। লেভারকুসেনে যেন জাদুর কাঠি সঙ্গে করে নিয়ে যান। তিন মৌসুমেই ক্লাবটিকে এনে দেন তিনটি শিরোপা। অথচ আলোনসো আসার আগে এই শতাব্দীতে লেভারকুসেন শিরোপাশূন্য ছিল।
সহকারী কোচ হবেন কারা
জাবি আলোনসোর সহকারী হিসেবে দেখা যেতে পারে সেবাস্তিয়ান পারিয়া ও আলবার্তো এনসিনাসকে। আর্জেন্টাইন পারিয়া ও স্প্যানিশ এনসিনাস লেভারকুসেনেও আলোনসোর সহকারী হিসেবে কাজ করছেন।
আলোনসো: রিয়াল, বায়ার্ন ও লিভারপুলকে ফিরিয়ে দেওয়ার সাহস দেখিয়েছেন যিনি
পারিয়ার সঙ্গে আলোনসোর পরিচয় হয়েছিল রিয়ালের ট্রেনিং গ্রাউন্ড ভালদেবেবাসে। ৪৭ বছর বয়সী পারিয়া মাদ্রিদের আরেক ক্লাব রায়ো মাহাদাহোন্দার যুব দল গড়ে তুলতে বড় ভূমিকা রেখেছিলেন। মেক্সিকোতেও তাঁর কাজ করার অভিজ্ঞতা আছে।
৪৩ বছর বয়সী আলবার্তো এনসিনাস আলোনসোর খুব বিশ্বস্ত ফিটনেস প্রশিক্ষক। ২০১১-১২ মৌসুমে তিনি বার্সেলোনার সঙ্গে ছিলেন। এ ছাড়া যুক্তরাষ্ট্র ও ডেনমার্কে কাজ করেছেন।
রিয়ালে কোন কোন খেলোয়াড় আনতে পারেন
মার্কা জানিয়েছে, রিয়ালের দায়িত্ব নেওয়ার পর গ্রীষ্মকালীন দলবদলে আলোনসো আগে সেন্টারব্যাক ও মিডফিল্ডার কিনতে চাইবেন। লিভারপুল থেকে ট্রেন্ট আলেকজান্ডার-আরনল্ডের মাদ্রিদে আসা সময়ের ব্যাপার মাত্র। আরনল্ড মূলত রাইটব্যাক হলেও মিডফিল্ডার হিসেবেও সমানতালে খেলতে পারেন। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব বোর্নমাউথের সেন্টারব্যাক ডিন হুইসেনও তাঁর ভাবনায় আছেন।
মাঝমাঠ আরও শক্তিশালী ও বৈচিত্র্যময় করে তুলতে আলোনসো পছন্দের দুই খেলোয়াড়ের নাম রিয়াল কর্তৃপক্ষকে নাকি জানিয়ে দিয়েছেন বলে সম্প্রতি প্রতিবেদন করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম এএস। তাঁরা হলেন মার্তিন জুবিমেন্দি ও ফ্লোরিয়ান ভির্টৎস।
২৬ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার জুবিমেন্দি বর্তমানে সোসিয়েদাদে খেলছেন। স্পেনের হয়ে তিনি ২০২৩ সালে উয়েফা নেশনস লিগ ও ২০২৪ সালে উয়েফার ইউরো জিতেছেন। সোসিয়েদাদ ‘বি’ দলে কোচ থাকাকালে জুবিমেন্দিকে শিষ্য হিসেবে পেয়েছিলেন আলোনসো। রিয়ালে তিনি জুবিমেন্দকে টনি ক্রুসের বিকল্প মনে করছেন।
জার্মান বুন্দেসলিগার চ্যাম্পিয়নস শিল্ড (মাইসটারশালে নামে পরিচিত) হাতে পরিবারের সঙ্গে জাবি আলোনসো
জার্মান বুন্দেসলিগার চ্যাম্পিয়নস শিল্ড (মাইসটারশালে নামে পরিচিত) হাতে পরিবারের সঙ্গে জাবি আলোনসোছবি: ইনস্টাগ্রাম
২২ বছর বয়সী ভির্টৎস আলোনসোর বর্তমান ক্লাব লেভারকুসেনেই খেলছেন। এই অ্যাটাকিং মিডফিল্ডার গত মৌসুমে ক্লাবটির সাফল্যের মূল নায়ক ছিলেন। যার স্বীকৃতিস্বরূপ বুন্দেসলিগার সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। আলোনসো নাকি ভির্টৎসকে সঙ্গে নিয়েই রিয়ালে যেতে চান।
কবে থেকে দায়িত্ব নেবেন
রিয়াল মাদ্রিদ চেয়েছিল জুনে শুরু হতে যাওয়া ফিফা ক্লাব বিশ্বকাপ থেকেই দায়িত্ব নিন আলোনসো। তবে তিনি এই প্রস্তাবে রাজি হননি। আগামী আগস্টে, অর্থাৎ ২০২৫-২৬ মৌসুমের শুরু থেকে রিয়াল অধ্যায় শুরু করতে চান আলোনসো। ক্লাব বিশ্বকাপ থেকে দায়িত্ব না নেওয়ার কারণ হিসেবে তিনি ‘সময় স্বল্পতা’র কথা বলেছেন। লেভারকুসেনের কোচ হিসেবে তাঁকে শেষবার দেখা যাবে ১৭ মে, আর ক্লাব বিশ্বকাপে রিয়ালের প্রথম ম্যাচ ১৮ জুন। এক মাসের মধ্যে দল গোছানো তাঁর জন্য কঠিন হবে বলে জানিয়েছেন।
ক্লাব বিশ্বকাপে রিয়ালের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন সান্তিয়াগো সোলারি। তিনি রিয়ালের বর্তমান স্কোয়াড ও আলোনসো মধ্যকার সেতু হিসেবে কাজ করবেন। আলোনসো দায়িত্ব নেওয়ার পর তাঁর দলে যেসব খেলোয়াড়কে রাখবেন না, তা সোলারিকে জানিয়ে দেবেন। আলোনসোর পরিকল্পনায় না থাকারা তাই আর মাদ্রিদে ফিরবেন না। যুক্তরাষ্ট্রে ক্লাব বিশ্বকাপ শেষে নতুন ঠিকানা খুঁজে নেবেন।
রিয়াল-লেভারকুসেন সম্পর্ক
লেভারকুসেনের প্রধান নির্বাহী এই সমঝোতাকে বলেছেন ‘ভদ্রলোকের চুক্তি’। তিনি স্পষ্টই জানিয়েছেন, রিয়াল ও লেভারকুসেনের মধ্যে আগেও যেমন সৌহার্দপূর্ণ সম্পর্ক ছিল, এখনো সেরকমই আছে। যেহেতু চুক্তির মেয়াদ ফুরানোর এক বছর আগেই রিয়াল আলোনসোকে নিয়ে আসছে, বিনিময়ে লেভারকুসেনকে একটা বড় অঙ্কের চেক তো দিতে হবেই।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct