আর এ মণ্ডল, ইন্দাস, আপনজন: বাঁকুড়া জেলা ইমাম ও মুয়াজ্জিন সংগঠনের শাখা সংগঠন ‘সোনামুখী ব্লক ইমাম ও মুয়াজ্জিন সংগঠন,’ এর উদ্যোগ ও ব্যবস্থাপনায় ৫ আগস্ট একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল। সোনামুখীর ‘শ্রী হরি লজ,’ -এর এই অনুষ্ঠানটির উদ্বোধন করেন সোনামুখী থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুপ্রিয় রঞ্জন মাজি। বিশিষ্ট ব্যক্তিগণের মধ্যে উপস্থিত ছিলেন সোনামুখী বনাঞ্চলের আধিকারিক নিলয় রায়,গ্রামীণ হাসপাতালের সুপার ডাক্তার শিবায়ন মন্ডল,পৌরসভার পৌরপিতা সন্তোষ মুখোপাধ্যায়,পঞ্চায়েত সমিতির সভাপতি কুশল বন্দ্যোপাধ্যায়,ধানসিমলা গ্রাম পঞ্চায়েতের প্রধান ইউসুফ মন্ডল, সোনামুখী বি জে হাইস্কুলে (উচ্চ মাধ্যমিক) এর প্রধান শিক্ষক মনোরঞ্জন চোংরে,সমাজ সেবী এম রাজা,কায়ুমউদ্দিন হাজারী এবং ব্লক কমিটির সম্পাদক আসরফ আলি,সভাপতি ইমাদাদুল হক এবং ইন্দাস ব্লক কমিটির সম্পাদক কাজী সাহাবুদ্দিন, ও বিশিষ্ট ইমাম মৌলানা মুহাম্মাদ আলি প্রমুখ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা জমিয়াতের সাধারণ সম্পাদক হাফিজ আকিল আহমাদ। এছাড়াও ব্লকের বিভিন্ন মসজিদের ইমাম ও মোয়াজ্জিনগণ ব্যতীত সাধারণ মানুষও উপস্থিত ছিলেন।
উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয় যে,- এটা তাদের প্রথম বর্ষ এর প্রচেষ্টা। মানবিক মূল্যবোধ এর টানে সবার কল্যাণে ক্ষুদ্র প্রয়াস মাত্র। রক্তের অভাব মেটাতে এই ছোট্ট শিবিরে নারী-পুরুষ মিলে ৮০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। বিষ্ণুপুর ব্লাড ব্যাংকের পক্ষ থেকে রক্ত সংগ্রহ করা হয়।।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct