সারিউল ইসলাম, মুর্শিদাবাদ, আপনজন: মাঝেমধ্যেই খবরের শিরোনামে উঠে আসে উত্তরপ্রদেশ, বিহারের কথা। এবার সেই আঁচ পড়ল সম্প্রীতির মুর্শিদাবাদে!
একটা সময় বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী ছিল মুর্শিদাবাদ। এই শহরে সম্প্রীতি আজও বিদ্যমান। তবে কিছু সংখ্যক পঁচা আলুর কারণে গোটা বস্তা কে খারাপ নজরে দেখছে সমাজ।
তবে এখানে প্রসঙ্গ আলুর নয়, মানুষের। সম্প্রীতির শহরে বিভাজনের নতুন পথ খুঁজেছে একশ্রেণীর সুবিধাভোগী। শহরে তথা জেলায় সম্প্রীতির পরিস্থিতি উত্তপ্ত করতে কোথাও যেন একধরনের ‘রাজনৈতিক চক্রান্ত’ শুরু করেছে তাঁরা। কখনো আন্দোলনের মাঝে লোক ঢুকিয়ে শান্ত পরিবেশ উতপ্ত করা, আবার কখনো রাস্তার মাঝে মুসলিম সম্প্রদায়ের মানুষকে ঘিরে ধরে জোরজবরদস্তি ‘জয়শ্রী রাম’ বলানো।
মঙ্গলবার রাত ১০ টা ৫৪ মিনিট, মুর্শিদাবাদ থানার অন্তর্গত নাকুড়তলা মোড়ে পার্শ্ববর্তী ভাটপাড়া গ্রামের এক যুবক বসে ফোনে কথা বলছিলেন। পেশায় বিস্কুট ব্যবসায়ী কালু শেখ বলেন, “সে সময় দক্ষিণ দিক থেকে অপরিচিত দু’জন যুবক এসে আমাকে জয়শ্রীরাম বলতে জোরজবরদস্তি করতে থাকে। তারপর আরও কয়েকজন জড়ো হয় সেখানে। আমাকে শারীরিকভাবে হেনস্থা করতে শুরু করে তাঁরা। কিছুক্ষণ পর ওঁরা চলে যায়, আমি তখন চুপচাপ বাড়ি চলে আসি।” এই ঘটনার পর বুধবার সন্ধ্যায় মুর্শিদাবাদ থানায় অভিযোগ দায়ের করেন ওই যুবক। পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলের পাশের একটি দোকান থেকে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। অভিযুক্তদের চিহ্নিত করা যায়নি। সমস্ত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন এক পুলিশকর্তা।
স্থানীয় বাসিন্দাদের দাবি, মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে দোষীদের বিরুদ্ধে প্রশাসন দ্রুততার সঙ্গে কড়া ব্যবস্থা গ্রহণ করুক।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct