আপনজন ডেস্ক: লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন নিকোলাস মাদুরো। এ নির্বাচনের মধ্য দিয়ে আরো ছয় বছরের জন্য ক্ষমতা নিশ্চিত করছে তিনি। ২০১৩ সালে সাবেক প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের মৃত্যুর পর ক্ষমতায় আসেন তিনি।
স্থানীয় সময় রোববার (২৮ জুলাই) দিবাগত রাতে নিকোলাস মাদুরোকে তৃতীয় মেয়াদে জয়ী ঘোষণা করেছে দেশটির নির্বাচনী কর্তৃপক্ষ।
ভেনেজুয়েলার ন্যাশনাল ইলেক্টোরাল কাউন্সিলের প্রধান এলভিস আমরোসো বলেছেন, মাদুরো ৫১ শতাংশ ভোট পেয়ে বিরোধী প্রার্থী এডমুন্ডো গঞ্জালেজকে পরাজিত করেছেন। এডমুন্ডো ৪৪ শতাংশ ভোট পেয়েছেন।
এর আগে স্থানীয় সময় রোববার (২৮ জুলাই) সন্ধ্যা ৬টায় ভোটগ্রহণ শেষ হয়। তখন থেকে উৎসাহ-উদ্দীপনা নিয়ে ফলাফলের জন্য অপেক্ষা করেন কোটি কোটি ভোটার।
১১ বছর ধরে ক্ষমতা ভেনেজুয়েলার রাষ্ট্রপ্রধান নিকোলাস মাদুরো। এবারই বিরোধীদের তরফ থেকে সবচেয়ে কঠিন নির্বাচনী লড়াইয়ের মুখোমুখি হন তিনি। তাকে সরাতে সব বিরোধ-বিভেদ ভুলে এক হয়ে নির্বাচন করেছেন বিরোধী দলগুলোর নেতারা।
ভেনেজুয়েলায় এবারের নির্বাচনে ২ কোটি ১০ লাখ নিবন্ধিত ভোটার ছিল। তাদের ওপর ভর করেই নিকোলাস মাদুরোর ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টির ২৫ বছরের রাজত্বের অবসান ঘটাতে চাইছেন বিরোধীরা। মাদুরো ১১ বছর ধরে ক্ষমতায় থাকলেও তার দল ২৫ বছর ধরে দেশটি শাসন করছে।
প্রসঙ্গত, ভেনিজুয়েলায় মাদুরোর দীর্ঘমেয়াদি শাসনের মধ্যে দেশটির অর্থনীতিতে ব্যাপক সংকোচন দেখা গেছে। গত কয়েক বছরে সামান্য উন্নতি সত্ত্বেও এখনো লাখ লাখ মানুষের পর্যাপ্ত খাবার ও ওষুধ কেনার সামর্থ্য নেই।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct